পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টের প্রথম একাদশে নির্বাচিত হওয়া মাত্রই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন রেহান আহমেদ। ইংল্যান্ডের সব থেকে কম বয়সী টেস্ট ক্রিকেটারে পরিণত হলেন লেস্টারশায়ারের লেগ-স্পিনার।
এতদিন এই রেকর্ড ছিল ব্রায়ান ক্লোজের নামে। ১৯৪৯ সালে ব্রায়ান ১৮ বছর ১৪৯ দিন বয়সে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ হাতে পেয়েছিলেন। রেহানের টেস্ট অভিষেক হয় ১৮ বছর ১২৬ দিন বয়সে। সুতরাং, ব্রায়ানের ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রেহান।
লেস্টারের হয়ে মাত্র ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেই ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েন রেহান। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছিল তাঁর সামনে। তবে জ্যাক লিচ শেষমেশ সুস্থ হয়ে ওঠায় সেবার শিকে ছেঁড়েনি রেহানের ভাগ্যে। যদিও পরিবর্ত ফিল্ডার হিসেবে রেহানকে ইতিমধ্যেই টেস্ট ম্যাচে দেখা গিয়েছে। করাচি টেস্টে রেহান ইংল্যান্ডের প্রথম একাদশে ঢোকেন উইল জ্যাকসের বদলে।
এখনও পর্যন্ত রেহান ৩টি প্রথম শ্রেণীর ম্যাচে সাকুল্যে ৯টি উইকেট নিয়েছেন। এছাড়া ৭টি লিস্ট-এ ও ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন আহমেদ। লিস্ট-এ ক্রিকেটে ৫টি ও টি-২০ ক্রিকেটে ২১টি উইকেট নিয়েছেন রেহান। ১৮ বছর বয়সী তারকার ব্যাটের হাতটাও মন্দ নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১টি সেঞ্চুরি-সহ ১৯৫ রান সংগ্রহ করেছেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ২টি টেস্ট জিতে ইংল্য়ান্ড ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। করাচি টেস্ট জিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে ব্রিটিশদের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।