বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: করাচিতে ইতিহাস টিনএজার রেহানের, সব থেকে কম বয়সে হাতে পেলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ

PAK vs ENG: করাচিতে ইতিহাস টিনএজার রেহানের, সব থেকে কম বয়সে হাতে পেলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ

টেস্ট ক্যাপ হাতে পেয়ে উচ্ছ্বসিত রেহান। ছবি- টুইটার (@englandcricket)।

Pakistan vs England 3rd Test: ব্রায়ান ক্লোজের ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রেহান আহমেদ।

পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টের প্রথম একাদশে নির্বাচিত হওয়া মাত্রই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন রেহান আহমেদ। ইংল্যান্ডের সব থেকে কম বয়সী টেস্ট ক্রিকেটারে পরিণত হলেন লেস্টারশায়ারের লেগ-স্পিনার।

এতদিন এই রেকর্ড ছিল ব্রায়ান ক্লোজের নামে। ১৯৪৯ সালে ব্রায়ান ১৮ বছর ১৪৯ দিন বয়সে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ হাতে পেয়েছিলেন। রেহানের টেস্ট অভিষেক হয় ১৮ বছর ১২৬ দিন বয়সে। সুতরাং, ব্রায়ানের ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রেহান।

লেস্টারের হয়ে মাত্র ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেই ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েন রেহান। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছিল তাঁর সামনে। তবে জ্যাক লিচ শেষমেশ সুস্থ হয়ে ওঠায় সেবার শিকে ছেঁড়েনি রেহানের ভাগ্যে। যদিও পরিবর্ত ফিল্ডার হিসেবে রেহানকে ইতিমধ্যেই টেস্ট ম্যাচে দেখা গিয়েছে। করাচি টেস্টে রেহান ইংল্যান্ডের প্রথম একাদশে ঢোকেন উইল জ্যাকসের বদলে।

আরও পড়ুন:- Ranji Trophy: সেঞ্চুরির পরে বল হাতেও অর্জুনের কামাল, রঞ্জি অভিষেকেই দলকে নির্ভরতা দিলেন জুনিয়র তেন্ডুলকর

এখনও পর্যন্ত রেহান ৩টি প্রথম শ্রেণীর ম্যাচে সাকুল্যে ৯টি উইকেট নিয়েছেন। এছাড়া ৭টি লিস্ট-এ ও ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন আহমেদ। লিস্ট-এ ক্রিকেটে ৫টি ও টি-২০ ক্রিকেটে ২১টি উইকেট নিয়েছেন রেহান। ১৮ বছর বয়সী তারকার ব্যাটের হাতটাও মন্দ নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১টি সেঞ্চুরি-সহ ১৯৫ রান সংগ্রহ করেছেন তিনি।

আরও পড়ুন:- Ranji Trophy: দুই ইনিংসেই সেঞ্চুরি হাতছাড়া রিয়ান পরাগের, ম্যাচ ড্র হলেও ৩ পয়েন্ট সৌরাষ্ট্রের

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ২টি টেস্ট জিতে ইংল্য়ান্ড ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। করাচি টেস্ট জিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে ব্রিটিশদের সামনে।

বন্ধ করুন