বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ, 1st T20: ম্যাট হেনরির দুরন্ত হ্যাটট্রিক, তবে জয় অধরা কিউয়িদের, ৮৮ রানে জিতল পাকিস্তান

PAK vs NZ, 1st T20: ম্যাট হেনরির দুরন্ত হ্যাটট্রিক, তবে জয় অধরা কিউয়িদের, ৮৮ রানে জিতল পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান।

জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাক বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্য়ান্ড। হ্যারিস রাউফ এ দিন বিধ্বংসী মেজাজে ছিলেন। একাই চার উইকেট তুলে নেন। আর নিউজিল্যান্ডের ১০০ রানের আগেই বাণ্ডিল হয়ে যায়। মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যারিস রাউফের দুরন্ত বোলিং। আর তাতেই বাজিমাত করেন বাবর আজমরা। একেবারে একপেশে ভাবে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। পাকিস্তানের ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৮৮ রানে বড় জয় পায় বাবর আজমের টিম।

যদিও এই ম্যাচে বাবর, মহম্মদ রিজওয়ানরা চূড়ান্ত ব্যর্থ হন। কিন্তু ফখর জামান এবং সাইম আয়ুবই দলের হাল ধরেন। এবং পাকিস্তানের ইনিংস ১৮২ রানে নিয়ে যেতে সাহায্য করেন। তা না হলে সমস্যাতেই পড়তে হত পাকিস্তানকে।

আরও পড়ুন: যে সব ভারতীয় ফ্যানরা ফালতু বলেছে, স্লেজিং করেছে, মুখ বন্ধ করেছি- ধুইয়ে দিলেন ব্রুক

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলের ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান (৮) এবং বাবর আজম (৯) সাজঘরে ফিরে যান। তবে তৃতীয় উইকেটে সাইম আয়ুব এবং ফখরের ৭৯ রানের পার্টনারশিপ দলকেে অক্সিজেন দেন। আয়ুব ২৮ বলে ৪৭ রান করে রান-আউট হন। আর ৩৪ বলে ৪৭ করেন ফখর জামান। ইশ সোধির বলে মার্ক চ্যাপম্যান ক্যাচ ধরেন ফখরের। এ ছাড়া ফাহিম আশরফ ১৬ বলে ২২ করেন। ১৩ বলে ১৬ করেন ইমাদ ওয়াসিম। হ্যারিস রাউফ ৫ বলে ১১ রান করেন। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।

আর ম্যাট হেনরির হ্যাটট্রিকের জেরে পুরো ২০ ওভারও খেলত পারেনি পাকিস্তান। ১৩তম ওভারের শেষ দুই বলে শাদাব খান (৫) এবং ইফতিকার আহমেদকে (০) ফিরিয়েছিলেন হেনরি। আবার ১৯তম ওভারে বল করতে এসেই প্রথম বলে ফেরান শাহিন আফ্রিদিকে (১)। আর পাকিস্তান ১৯.৫ ওভারে ১৮২ রানে অল আইট হয়ে যায়। হেনরির ৩ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে এবং বেন লিস্টর। জেমস নিশাম এবং ইশ সোধি একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: বিধ্বংসী SRH-এর ব্রুক, নাইট বোলারদের শোচনীয় হাল, রানার আউট- একাধিক কারণে ধরাশায়ী KKR

জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাক বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্য়ান্ড। হ্যারিস রাউফ এ দিন বিধ্বংসী মেজাজে ছিলেন। একাই চার উইকেট তুলে নেন। আর নিউজিল্যান্ডের ১০০ রানের আগেই বাণ্ডিল হয়ে যায়। মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। কিউয়িদের মধ্যে সর্বোচ্চ রান মার্ক চ্যাপম্যানের। তিনি ২৭ বলে ৩৪ করেছেন। এ ছাড়া ওপেন করতে নেমে টম লাথাম ২৪ বলে ২০ করেছেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন ড্যারিল মিচেল (১১) এবং জেমস নিশাম (১৫)। নিউজিল্যান্ডের পুরো ব্যাটিং অর্ডারই এ দিন খড়কুটোর মতো গুঁড়িয়ে যায়। ১৫.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৮৮ রানে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

পাকিস্তানের রাউফের ৪ উইকেট ছাড়াও ২টি উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম। আর ১টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, জামান খান,ফাহিম আশরফ, শাদাব খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন