বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ 2nd T20: বাবরের শতরান, রোহিতকে টপকে বিশ্ব রেকর্ড, আগুনে মেজাজে রাউফ,জিতল পাকিস্তান

PAK vs NZ 2nd T20: বাবরের শতরান, রোহিতকে টপকে বিশ্ব রেকর্ড, আগুনে মেজাজে রাউফ,জিতল পাকিস্তান

বাবর আজম।

বাবরের সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে জয়ও পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ এবং মহম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান প্রথমে ব্যাট করে করেছিল ৪ উইকেটে ১৯২ রান। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।

প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের শেষ বল। জিমি নিশাম বল করার জন্য তৈরি। স্ট্রাইকে বাবর আজম। নিশাম বলটি ফেললেন অফ স্টাম্পের বাইরে। বাবর খেললেন কভারের উপর দিয়ে। বল গড়িয়ে সোজা বাউন্ডারি লাইন পার করে গেল। চার হতেই লাফিয়ে উঠলেন বাবর। উচ্ছ্বাসে ভাসলেন ডাগআউটে থাকা পাকিস্তান দলের খেলোয়াড়রাও। হবে নাই বা কেন। এই চার মেরে বাবর যে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন।

নিজেদের ইনিংসের শেষ বলে জিমি নিশামকে চার মেরে বাবর স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এই তিনটি সেঞ্চুরিই তিনি করেছেন অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন বাবর আজম। যে রেকর্ড আর কারও নেই। দু'টি করে সেঞ্চুরির হাত ধরে এত দিন বাবরের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা এবং সুইৎজারল্যান্ডের ফাহিম নাজির। এ দিন বাবর টপকে গেলেন রোহিত এবং ফাহিমকে।

এ দিকে টি-টোয়েন্টিতে প্লেয়ার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির নিরিখে বাবর আজম রয়েছেন দুইয়ে। শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা। রোহিত প্লেয়ার হিসেবে মোট ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। আর বাবর আজম টি-টোয়েন্টিতে করেছেন মোট ৩টি শতরান। এ ছাড়াও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং ভারতের সূর্যকুমার যাদবের ৩টি করে শতরান রয়েছে। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন বাবরই। তিনি ৩০টি অর্ধশতরান করেছেন। রোহিত করেছেন ২৯টি। বাকিরা অনেকটাই পিছিয়ে।

আরও পড়ুন: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই তিন নম্বর সেঞ্চুরির সুবাদে, সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে বাবর আজম দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ক্রিস গেইলের ২২টি সেঞ্চুরির পর বাবরের ৯টি সেঞ্চুরিই দ্বিতীয় সর্বোচ্চ।

বাবরের সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে জয়ও পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ এবং মহম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান প্রথমে ব্যাট করে করেছিল ৪ উইকেটে ১৯২ রান। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।

কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। একদিন পর যেন সেখান থেকেই শুরু করেন বাবর-রিজওয়ান। দু'জনে ওপেনিং জুটিতে করেন ৯৯ রান।

আরও পড়ুন: শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে

৬টি চার এবং একটি ছক্কার হাত ধরে ৩২ বলে ৫০ রান করে ফেলেন রিজওয়ান। তুলনায় বাবরের পঞ্চাশ স্পর্শ করতে ৩ বল বেশি লেগেছে। এর মাঝেই অবশ্য ৭ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে একা হাতে পাকিস্তানকে দু'শোর কাছে নিয়ে যান বাবর।

শেষ ওভারে নিশামের মুখোমুখি হওয়ার আগে বাবরের রান ছিল ৮৪। তৃতীয় বলে ছয়, পঞ্চম বলে চার আর একটি করে ডাবল ও সিঙ্গেল মিলিয়ে ৯৭ করেন বাবর। শতরানের জন্য শেষ বলে দরকার ছিল ৩ রান। আর সেই শেষ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করে ফেলেন বাবর। ৫৮ বলের ইনিংসটিতে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছয়ও। এ ছাড়া ইফতিকার আহমেদ ১৯ বলে ৩৩ করে বাবরের সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ২ উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ড রান তাড়া করতে নেমে শুরুটা খুব খারাপ না করলেও, পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে নির্দিষ্ট ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। হ্যারিস রাউফ ফের আগুনে মেজাজে ছিলেন। তিনি একাই চার উইকেট তুলে নেন। কিউয়িদের মিডল অর্ডার পুরো গুঁড়িয়ে দেন রাউফই। তবে মার্ক চ্যাপম্যান ৪০ বলে অপরাজিত ৬৫ করে লড়াই চালিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত, কিন্তু শেষ রক্ষা হল না। বাকি ব্যাটারদের হাল ছিল তথৈবচ। বাকিদের মধ্যে আরও তিন জন দুই অঙ্কের ঘরে পৌঁছলেও, খুব বেশি স্কোর করতে পারেননি তাঁরা। চাদ বোয়েস ২৪ বলে ২৬ করেন। টম লাথাম ২০ বলে ১৯ করেছেন। কোল ম্যাকনচি ৯ বলে ১২ রান করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে কোনও কথা খরচ করলেন না মুখ্যমন্ত্রী, নেপথ্য কারণ কী?‌ 'ভীষণ খুশি...' রাতুল-রূপাঞ্জনাকে শুভেচ্ছা ইশার, টলিউডের কারা এলেন বিয়েতে? অসুস্থতা নিয়েই হোটেল রুমে ওড়িশা বধের নীল নকশা তৈরি করলেন হাবাস ৯ দিনে ৩০ কোটির দোরগোড়ায় অজয়ের ময়দান,কী হাল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর রবি প্রদোষ উপবাসে এই জিনিসগুলি করুন নিবেদন, শিবের আশীর্বাদে দূর হবে যেকোনও বাধা তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.