বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ 3rd T20: টপ অর্ডারের ব্যর্থতার পর ইফতিকারের অসাধারণ প্রত্যাঘাত, তাও কিউয়িদের কাছে হারল পাকিস্তান

PAK vs NZ 3rd T20: টপ অর্ডারের ব্যর্থতার পর ইফতিকারের অসাধারণ প্রত্যাঘাত, তাও কিউয়িদের কাছে হারল পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে অক্সিজেন পেল নিউজিল্যান্ড।

আসলে শেষ ওভারে ৬ বলে ১৫ রান দরকার ছিল। ইফতিকার প্রথম এবং তৃতীয় বলে যথাক্রমে একটি ছক্কা এবং একটি চার মেরে সেই ব্যবধান কমিয়ে এনেছিলেন। কিন্তু চতু্র্থ বলে তিনি আউট হয়ে যান। শেষ ২ বলে পাকিস্তানের জিততে দরকার ছিল ৫ রান। ৯ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেই রান তো হয়নি। উল্টে শেষ বলে ১ উইকেট পড়ে।

সোমবার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারালেই সিরিজ পকেটে পুড়ে ফেলতে পারত পাকিস্তান। কিন্তু সে গুড়ে বালি। শেষ পর্যন্ত পাকিস্তানের জয়ের রথ আটকে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখল কিউয়িরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাকিস্তানকে মাত্র চার রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিউয়িদের শুরুটা যে আহামরি কিছু হয়েছে, তা নয়। ৫৬ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। টম লাথামের সঙ্গে ওপেন করতে নেমে চাদ বোয়েস ৯ বলে ৭ করে আউট হন। তাঁর পরিবর্তে ক্রিজে এসে উইল ইয়ং স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ১৭ রাব (১৫ বলে)। কিন্তু এর পর হাল ধরে টম লাথামের সঙ্গে ড্যারিল মিচেল। ২৬ বলে ৩৩ করেন তিনি। ২টি চার এবং ১টি ছয় রয়েছে তাঁর ইনিংসে। আর টম লাথাম করেন ৪৯ বলে ৬৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ২টি ছক্কায়। এর বাইরে বাকিরা সে ভাবে রান করতে পারেননি। মার্ক চ্যাপম্য়ান ১৬ করেন (৯ বলে)। ৬ বলে ১০ করেন জেমস নিশাম। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: প্রথম ম্যাচে সাফল্যের পরেই বাস্তবের রুঢ় জমিতে বিজয়, গলালেন RCB-র ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ ২টি করে উইকেট দিয়েছেন। শাদাব খান ১টি উইকেট নিয়েছেন।

খুব বড় রানের লক্ষ্য কিন্তু নিউজিল্যান্ড রাখেনি। এই রান তাড়া করে জেতাটা একেবারেই কঠিন কাজ ছিল না। কিন্তু পাকিস্তানের টপ অর্ডার একেবারে তাসের ঘরের মতোই হুড়মুড় করে ভেঙে পড়ে। পাকিস্তা নের প্রথম সাত ব্যাটারের স্কোর যথাক্রমে মহম্মদ রিজওয়ান ৬, বাবর আজম ১, ফকর জামান ১৭, সাইম আয়ুব ১০, শাদাব খান ১৬, ইমাদ ওয়াসিম ৩, শাহিন আফ্রিদি ৬। একমাত্র ইফতিকার আহমেদ দুরন্ত ছন্দে প্রত্যাঘাত করেন। তাঁর ২৪ বলে ঝোড়ো ৬০ রান পাকিস্তানের অক্সিজেন হয়। নয়ে ব্যাট করতে নেমে তাঁকে কিছুটা সঙ্গত করেছিলেন ফাহিম আশরাফ। তিনি ১৪ বলে ২৭ করেন। তবে এই দুই ব্যাটার আউট হতেই শেষ হয়ে যায় পাকিস্তানের লড়াই।

আরও পড়ুন: একেই ম্যাচ হেরেছেন, নিজেও চূড়ান্ত ব্যর্থ, তার উপর ১০ শতাংশ জরিমানা করা হল কোহলিকে

আসলে শেষ ওভারে ৬ বলে ১৫ রান দরকার ছিল। ইফতিকার প্রথম এবং তৃতীয় বলে যথাক্রমে একটি ছক্কা এবং একটি চার মেরে সেই ব্যবধান কমিয়ে এনেছিলেন। কিন্তু চতু্র্থ বলে তিনি আউট হয়ে যান। শেষ ২ বলে পাকিস্তানের জিততে দরকার ছিল ৫ রান। ৯ উইকেট পড়ে গিয়েছিল। এই রান করাটাও একেবারেই কঠিন কাজ ছিল না। কিন্তু পঞ্চম বলে হ্যারিস রাউফ রান নিতে পারেননি। ষষ্ঠ বলে চার মারলেও ম্যাচটা ড্র হয়ে যেত। আর ছক্কা মারলে জিততে পারত পাকিস্তান। কিন্তু রাউফ শেষ বলে আউট হয়ে যান। শেষ ওভারে জিমি নিশাম ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতান কিউয়িদের। ২০ ওভারে ১৫৯ রানেই অল আউট হয় বাবরের টিম।

নিউজিল্যান্ডের জিমি নিশাম ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং রাচিন রবীন্দ্র। ম্যাট হেনরি এবং ইশ সোধি ১টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শেষ ওভারে কীভাবে DC-র দুই সেট ব্যাটারকে আটকান, ব্রহ্মাস্ত্রের রহস্য ফাঁস আবেশের আজ কারা সম্পর্কে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন? দেখুন আজকের প্রেম রাশিফল RR-এর বিরুদ্ধে আউট হয়ে বিরক্তি চেপে রাখতে পারলেন না, পন্তের হতাশার ভিডিয়ো ভাইরাল বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.