বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ: ১ ঢিলে ৩ পাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করে একই সঙ্গে কোহলি, রোহিত ও ওয়ার্নারের নজির ছুঁলেন বাবর

PAK vs NZ: ১ ঢিলে ৩ পাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করে একই সঙ্গে কোহলি, রোহিত ও ওয়ার্নারের নজির ছুঁলেন বাবর

বিরাট কোহলি, বাবর আজম ও রোহিত শর্মা। ছবি- বিসিসিআই/টুইটার।

Pakistan vs New Zealand: এক ঢিলে তিন পাখি মারা বোধহয় একেই বলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফ-সেঞ্চুরিতে একই সঙ্গে তিন প্রতিদ্বন্দ্বীর নজিরে ভাগ বসালেন পাক দলনায়ক বাবর আজম।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের অনবদ্য নজির ছুঁয়ে ফেলেন বাবর আজম।

শনিবার ক্রাইস্টচার্চে কিউয়িদের বিরুদ্ধে বাবর ১১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবরের এটি ২৮ নম্বর হাফ-সেঞ্চুরি। সংক্ষিপ্ত ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার নিরিখে বাবর রোহিতের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন। সামনে রয়েছেন কেবল বিরাট কোহলি। বিরাট এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩টি হাফ-সেঞ্চুরি করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ২৮টি হাফ-সেঞ্চুরি করার নিরিখে কোহলিকে ছুঁয়ে ফেলেন বাবর। কোহলির মতো তিনিও ৮৪টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন।

আরও পড়ুন:- India vs Bangladesh: বাংলাদেশকে গোহারান হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ভারতের

তাছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে বাবরের এটি ১২ নম্বর হাফ-সেঞ্চুরি, যা এই ফর্ম্যাটে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ। এক্ষেত্রেও তিনি ধরে ফেলেন রোহিত শর্মাকে। বাবরের মতো রোহিতও রান তাড়া করতে নেমে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১২টি হাফ-সেঞ্চুরি করেছেন। এই নিরিখে তাঁদের থেকে আগে রয়েছেন কেবল বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে বাবর যে ১২টি হাফ-সেঞ্চুরি করেছেন, তার মধ্যে ১১টি ম্যাচ জিতেছে পাকিস্তান। এই নিরিখে বাবর ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। তাঁরা যুগ্মভাবে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। পরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করে দলকে সব থেকে বেশি ১৫টি ম্য়াচ জিতিয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:- IND vs BAN: স্লো পিচে বাংলাদেশকে তাদের দেখানো পথেই পর্যুদস্ত করে ভারত, বোঝা গেল মন্ধনার কথায়

বাবরের এমন নজির গড়া ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে পাকিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৪৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বাবর আজম।

বন্ধ করুন