পাকিস্তানে পাটা পিচ নিয়ে বাবর আজমকে খোঁচা দিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। করাচিতে নিউজিল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের মধ্যেই প্রাক্তন কিউয়ি খেলোয়াড় প্রশ্ন করেন, বাবর কি এরকম পাটা পিচ তৈরির নির্দেশ দেন, যাতে তাঁর ব্যাটিং রেকর্ড ভালো হয়?
আপাতত করাচিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে নিউজিল্যান্ড। সম্প্রতি পাকিস্তানের পাটা পিচ নিয়ে একাধিকবার সমালোচনার ঝড় উঠেছে। কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেরকম পিচ তৈরি করা হয়েছিল, তা নিয়ে তুমুল সমালোচিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডি পিচের জেরে তো পাকিস্তানের মুখও পড়েছিল। কিন্তু তারপরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। বরং সেই একই পাটা পিচে করাচিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ও নিউজিল্যান্ড খেলছে।
সেই টেস্টের ধারাভাষ্যের মধ্যেই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডুল বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে যে রকম পরিবেশে খেলে (বোলাররা), টেস্টে এসে সম্পূর্ণ আলাদা পরিবেশে খেলতে হয়। কোথা থেকে সেই (পাটা পিচ করার) নির্দেশ আসে? সেই নির্দেশ কি বাবরের থেকে আসে? যিনি রোডে (পাটা পিচ বোঝাতে রাস্তা বা রোড বলা হয়) ব্যাট করে নিজের পরিসংখ্যান ভালো করতে চান?’
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, করাচির পিচ নিয়ে তুমুল সমালোচনা করেছেন ডুল। ওই পিচে কোনও ধরনের বোলার সাহায্য পাচ্ছেন না বলেও জানান। ডুলকে উদ্ধৃত করে ওই পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 'এই পিচে (বোলারদের জন্য) কিছু নেই। একটুও ঘাস নেই। কোনও সিম মুভমেন্ট নেই। বলও উঠছে না। আপনারা মীর হামজার মতো একজন দলে নিচ্ছেন। প্রথম শ্রেণির রেকর্ডে যার রেকর্ড দুর্দান্ত।'
আরও পড়ুন: Pakistan vs New Zealand: দোষটা কার? বাবর আজমকে কি রান আউট করালেন ইমাম-উল-হক? দেখুন ভিডিয়ো
সেখানেই থামেননি ডুল। ওই প্রতিবেদন অনুযায়ী, ডুল আরও বলেন যে ‘ওই পর্যায়ে (প্রথম শ্রেণির ক্রিকেটে) যে খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করেছে, তাঁদের বেছে নেন এবং তাদের রোডে বল করতে হয়। এই ধরনের পিচ তৈরি করে কখনও আশা করতে পারেন না যে ওরা প্রথম শ্রেণির ক্রিকেটে যেভাবে খেলছে, সেভাবেই এখন খেলবে।’
আরও পড়ুন: PAK vs NZ: জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন শাকিল, কিউয়িদের থেকে ৪২ রান পিছিয়ে পাকিস্তান
উল্লেখ্য, করাচিতে প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ৪৪৯ রান করেছে নিউজিল্যান্ড। শতরান করেন ডেভন কনওয়ে। ৬৮ রানে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। ৭১ রান করেন টম লাথাম। জবাবে প্রথম ইনিংসে ৪০৮ রানে অল-আউট হয়ে গিয়েছে পাকিস্তান। অপরাজিত ১২৫ রান করেন সউদ শাকিল। আপাতত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।