বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ: একাই ১৮০ ফখর জামানের, ঢাকা পড়ল বাবর-রিজওয়ানের হাফ-সেঞ্চুরি, ৩৩৬ রান তাড়া করে ম্যাচ জিতল পাকিস্তান

PAK vs NZ: একাই ১৮০ ফখর জামানের, ঢাকা পড়ল বাবর-রিজওয়ানের হাফ-সেঞ্চুরি, ৩৩৬ রান তাড়া করে ম্যাচ জিতল পাকিস্তান

শতরানের পরে ফখর জামান। ছবি- এপি।

Pakistan vs New Zealand 2nd ODI: নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে দ্বিতীয় বৃহত্তম জয় পাকিস্তানের।

ডারিল মিচেলের সেঞ্চুরিতে ভর করে বড় রানের ইনিংস গড়ে নিউজিল্যান্ড। হ্যারিস রউফ বল হাতে নজর কাড়েন। ফখর জামানের পালটা শতরানে লড়াকু জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাট হাতে ফখরকে যোগ্য সঙ্গত করেন বাবর আজম। চলতি পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজে এই একই ছবির পুনরাবৃত্তি ঘটল পরপর ২টি ম্যাচে।

সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন ডারিল মিচেল। প্রথম ম্যাচের মতো এবার দ্বিতীয় ম্য়াচেও দুর্দান্ত শতরান করে পাকিস্তানকে ম্যাচ জেতান ফখর জামান। এবার যদিও তুলনায় অনেক বড় রান তাড়া করে ম্যাচ জেতে পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ডারিল মিচেল ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি প্রথম ম্য়াচে ১১৩ রান করেছিলেন।

এছাড়া এদিন নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ক্যাপ্টেন টম লাথাম। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৯৮ রান করে আউট হন। উইল ইয়ং ১৯, চাড বোয়েস ৫১, জেমস নিশাম ১৭, মার্ক চাপম্যান ১ ও হেনরি নিকোলস ৬ রানের যোগদান রাখেন। পাকিস্তানের হয়ে ৭৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন হ্যারিস রউফ। ১টি উইকেট নেন নাসিম শাহ।

আরও পড়ুন:- DC vs SRH: ‘মাঝের ওভারে এত উইকেট হারালে ম্যাচ জেতা যায়!’ ওয়ার্নারের আঙুল কি মণীশ-সরফরাজদের দিকে?

পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩৭ রান সংগ্রহ করে নেয়। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি তাদের রান তাড়া করে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৩৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ম্য়াচ জেতে ৪ উইকেটে ৩৪৯ রান তুলে।

কিউয়িদের বিরুদ্ধে এদিন ফখর জামান ১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ১৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফখর প্রথম ম্যাচে ১১৭ রান করে আউট হয়েছিলেন।

দ্বিতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন পাক দলনায়ক বাবর ও উইকেটকিপার রিজওয়ান। বাবর ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেন। রিজওয়ান নট-আউট থাকেন ৪১ বলে ৫৪ রান করে। তিনি ৬টি চার মারেন। এছাড়া ২৪ রান করে আউট হন ইমাম উল হক। ৭ রান করে মাঠ ছাড়েন আব্দুল্লা শফিক।

আরও পড়ুন:- DC vs SRH: ৪টি উইকেট, সঙ্গে ২৮ বলে হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের, তাও ঘরের মাঠে হারল দিল্লি ক্যাপিটালস

নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ইশ সোধি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ফখর জামান। উল্লেখ্য, দুর্দান্ত শতরানের পথে ফখর এদিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের মাইলস্টোন টপকে যান। তিনিই পাকিস্তানের একমাত্র ক্রিকেটার, যিনি এই নিয়ে তিনবার ওয়ান ডে ক্রিকেটে ১৮০ রানের গণ্ডি টপকালেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন?

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.