ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী টেস্ট সিরিজের জন্য বাবরের নেতৃত্বেই আস্থা রাখেন পাক নির্বাচকরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের সিরিজের জন্য পাকিস্তানের ক্যাপ্টেন্সির ব্যাটন থাকে বাবরের হাতেই।
ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফেরেন অভিজ্ঞ পেসার হাসান আলি। আজহার আলি অবসর নেওয়ার পরে তাঁর জায়গায় নতুন মুখ হিসেবে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েন কামরান গুলাম। কামরান ২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। তবে মাঠে নামার সুযোগ পাননি।
দুই পেসার মহম্মদ আলি ও হ্যারিস রউফের নাম নেই ১৫ জনের স্কোয়াডে। হ্যারিস রউফ ইংল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন। মহম্মদ আলিকে পাকিস্তান কাপে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অল-রাউন্ডার ফহিম আশরাফেরও জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (ভাইস ক্যাপ্টেন ও উইকেটকিপার), আব্দুল্লা শফিক, আব্রার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নউমান আলি, সরফরাজ আহমেদ, আঘা সলমন, সউদ শাকিল, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (করাচি)
দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি (মুলতান)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।