পাকিস্তানের ইঁটের জবাবে পাথর ছুঁড়ল নিউজিল্যান্ড। বাবর আজম যদি অধিনায়কোচিত দৃঢ়তায় শতরান করে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দিয়ে থাকেন, তবে কেন উইলিয়ামসন দ্বিশতরান করে নিউজিল্যান্ডের হাতে ম্য়াচের রাশ এনে দেন চতুর্থ দিনের শেষ। যার ফলে, পাকিস্তান ঘরের মাঠে আরও একবার প্রথম ইনিংসের নিরিখে বড় রানে পিছিয়ে পড়ে এবং আরও একটি টেস্টে বেকায়দায় দেখাচ্ছে বাবর আজমদের।
করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে। বাবর আজম ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১০৩ রান করে দলের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন আঘা সলমন।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৪৪০ রান তুলেছিল। সুতরাং, তৃতীয় দিনের শেষেই লিড নেওয়া শুরু করেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ১০৫ রানে অপরাজিত ছিলেন। তার পর থেকে খেলতে নেমে চতুর্থ দিনে কিউয়ি দল তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৯ উইকেটে ৬১২ রান তুলে। উইলিয়ামসন ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯৫ বলে ২০০ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এছাড়া নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে টম লাথাম ১১৩, ডেভন কনওয়ে ৯২, ইশ সোধি ৬৫, টম ব্লান্ডেল ৪৭, ডারিল মিচেল ৪২ ও হেনরি নিকোলস ২২ রান করেন।
কেরিয়ারের তিন নম্বর টেস্টে মাঠে নামা আব্রার আহমেদ ২০৫ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। কেরিয়ারের তৃতীয় ম্যাচে মাঠে নেমে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন আব্রার। ১৮৫ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন নউমান আলি।
প্রথম ইনিংসের নিরিখে ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা চতুর্থ দিনের খেলা শেষ করে ২ উইকেটে ৭৭ রান তুলে। সুতরাং, এখনও নিউজিল্যান্ডের থেকে ৯৭ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। আব্দুল্লা শফিক ১৭ রান করে ব্রেসওয়েলের বলে আউট হয়েছেন। ১০ রান করে সোধির বলে সাজঘরে ফেরেন শান মাসুদ। ইমাম উল হক ব্যক্তিগত ৪৫ রানে নট-আউট থাকেন। ৪ রান করে অপরাজিত থাকেন নউমান আলি। বাবর আজম এখনও ব্যাট করতে নামেননি।
শেষ দিনে পাক ইনিংসে ধস নামাতে পারলে নিউজিল্যান্ডের ম্যাচ জেতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় কার্যত নিশ্চিত যে, করাচি টেস্টে কিউয়িদের হারের সম্ভাবনা প্রায় নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।