প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩১ রানে আউট করার পরে ১৭৬ রানেই ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা। তবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তৃতীয় দিনের শেষে ৩২৩ রানের লিড পেল শ্রীলঙ্কা।
ম্যাচের প্রথম ইনিংসে ২৩১ রানে অল আউট হয়ে যান বাবর আজমরা। এ দিন মাত্র ১৬ রান করেন বাবর আজম। তবে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে পাঁচ উইকেট হারাতে হয় শ্রীলঙ্কাকে। মঙ্গলবার গলের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুর্বল আলোর কারণে খেলা একটু আগেই শেষ হয়ে যায়। তা না হলে হয়তো ম্যাচের রং বদলাতেও পারত।
তৃতীয় দিনের শেষে ব্যাট করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং ধনঞ্জয় ডি'সিলভা। ধনঞ্জয় ৩০ রানে অপরাজিত রয়েছেন। করুণারত্নে ২৭ রান করে উইকেটে রয়েছেন। দু’জনে জুটিতে স্কোর বোর্ডে এখনও পর্যন্ত ৫৯ রান করেছে। হাসান আলি ২ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: হাসানের ক্যাচ মিস নিয়ে বিস্তর সমালোচনা হয়, বাবর কেমন জল-ভাত ক্যাচ ছাড়লেন দেখুন
শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে নিরোশন ডিকওয়েলা ১৫ রান, ওশাদা ফার্নান্দো ১৯ রান, কুশল মেন্ডিস ১৫ রান করেছেন। এ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউজ নিজের শততম টেস্ট ম্যাচে ৩৫ রান করেছেন। এই ইনিংসে দীনেশ চান্ডিমাল ২১ রান করেছেন।
আরও পড়ুন: বাবর-রিজওয়ান ব্যর্থ, ২য় টেস্টে পাকিস্তানের মান বাঁচালেন নবাগত সলমন
এর আগে লঙ্কার রমেশ মেন্ডিস পাঁচ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও ৩ উইকেট নিয়েছেন প্রভাত জয়সূর্য। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৭৮ রান করেছিল। জবাবে ব্যাট করতে নামলে পাকিস্তানকে ২৩১ রানে গুটিয়ে দেয় তারা। পাকিস্তানের হয়ে আগা সলমন সর্বোচ্চ ৬২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ইমাম উল হকের। তিনি করেন ৩২ রান। ২৪ করে রান করেছেন মহম্মদ রিজওয়ান এবং ফাওয়াদ আলম। ইয়াসির শাহ করেছেন ২৬ রান। হাসান আলি করেছেন ২১ রান। বাকিরা অবশ্য ২০ রানের গণ্ডি টপকাননি।
প্রথম ইনিংসের শেষে শ্রীলঙ্কা ১৪৭ রানের লিড পেয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে তারা ৫ উইকেটে ১৭৬ রান করেছে। সেই সুবাদে ৩৭৮ রানে এগিয়ে রয়েছে লঙ্কা বাহিনী। চতুর্থ ইনিংসে পাকিস্তান চাইবে, দ্রুত শ্রীলঙ্কার বাকি ৫ উইকেট ফেলে, তাদের দ্বিতীয় ইনিংসে সেই রান তুলে ম্যাচ পকেটে পুড়ে ফেলতে। আর শ্রীলঙ্কা চাইবে, ক্রিজে টিকে রানের লিড বাড়াতে।
প্রসঙ্গত প্রথম টেস্টেও প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। এখন দেখার, পাকিস্তান আগে টেস্টের পুনরাবৃত্তি করবে, নাকি জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরাবে শ্রীলঙ্কা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।