বাংলা নিউজ > ময়দান > PAK vs WI: বিরাটকে সিংহাসনচ্যুত করার মুখে বাবর, দখলে চলে আসবে সর্বকালের রেকর্ড!

PAK vs WI: বিরাটকে সিংহাসনচ্যুত করার মুখে বাবর, দখলে চলে আসবে সর্বকালের রেকর্ড!

বিরাট কোহলি এবং বাবর আজম। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)

PAK vs WI: বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন বাবর আজম। চার ইনিংস কম খেলেই সেই নজির গড়তে পারেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। যিনি আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সুযোগ পাবেন। আজ মুলতানে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

দরকার মাত্র ৯৮ রানের। তাহলেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের নজির গড়বেন তিনি।

আপাতত অধিনায়ক হিসেবে সবথেকে দ্রুত ১,০০০ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট। মাত্র ১৭ ইনিংসে সেই মাইলস্টোন পেরিয়ে গিয়েছিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবে সেই রেকর্ড হাতছাড়া হতে পারে বিরাটের। কারণ আপাতত অধিনায়কের ব্যাটন পাওয়ার পর ১২ ইনিংসে ইতিমধ্যে ৯০২ রান করে ফেলেছেন বাবর। বিরাটের রেকর্ড ভেঙে দিতে প্রয়োজন মাত্র ৯৮ রান। অর্থাৎ মাত্র এক ইনিংসেই বিরাটকে সরিয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের রেকর্ডের মালিক হতে পারবেন বাবর।

আরও পড়ুন: পাক ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব, শান মাসুদকে খেলানো নিয়ে ভিন্ন মত বাবর ও নির্বাচকের

এমনিতে সেই সুযোগ আজই পাবেন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক। আজ মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। একদিনের ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচও হবে মুলতানে - আগামী শুক্রবার (১০ জুন) এবং রবিবার (১২ জুন)।

একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড

সার্বিকভাবে ২৬০ টি ম্যাচে (২৫১ ইনিংসে) ১২,৩১১ রান করেছেন বিরাট। সর্বোচ্চ ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯২.৯২। শতরান হাঁকিয়েছেন ৪৩ টি। অর্ধশতরান করেছেন ৬৪ টি।

একদিনের ক্রিকেটে বাবর আজমের রেকর্ড

৮৬ টি একদিনের ম্যাচে (৮৪ টি ইনিংস) ৪,২৬১ রান করেছেন বাবর। সর্বোচ্চ করেছেন ১৫৮ রান। ১৬ টি সেঞ্চুরি করেছেন। ১৮ টি অর্ধশতরান করেছেন।

বন্ধ করুন