বাংলা নিউজ > ময়দান > খারাপ সময়ে হঠাৎ কেন কোহলিকে নিয়ে টুইট করতে গেলেন? কারণ জানালেন বাবর আজম

খারাপ সময়ে হঠাৎ কেন কোহলিকে নিয়ে টুইট করতে গেলেন? কারণ জানালেন বাবর আজম

বাবর আজম ও বিরাট কোহলি। ছবি- টুইটার।

বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তান অধিনায়কের করা ছোট্ট টুইটটি রীতিমতো ঝড় তোলে ক্রিকেটমহলে।

বাবর আজমের ছোট্ট একটা টুইট, তাতেই ঝড় ওঠে ক্রিকেটমহলে। আসলে পাক অধিনায়কের টুইটটি ছিল বিরাট কোহলিকে কেন্দ্র করে। ক্রিকেটবিশ্ব সর্বদা বিরাট কোহলি বনাম বাবর আজমের লড়াই দেখতে পছন্দ করে। চায়ের কাপে তুফান ওঠে ‘বিরাট নাকি বাবর’ আলোচনায়। বিশেষ করে পাকিস্তানের কোনও ক্রিকেটার ভরসা জোগাচ্ছেন ভারতীয় তারকাকে, এই বিষয়টাই স্বাভাবিকের থেকে ব্যতিক্রম মনে হয় ক্রিকেটপ্রেমীদের।

হঠাৎ কোহলিকে নিয়ে কেন টুইট করতে গেলেন, বাবরকে সেই জবাবদিহিও করতে হল ২৪ ঘণ্টার মধ্যেই। যদিও পাকিস্তান বোর্ডের কাছে নয়, বরং উৎসুক সংবাদমাধ্যমের কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দল এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে রয়েছে। ক্যাপ্টেন বাবর সাংবাদিক সম্মেলনে আসতেই অবধারিতভাবে শুনতে হয় কোহলির উদ্দেশ্যে তাঁর করা টুইট নিয়ে প্রশ্ন।

আরও পড়ুন:- স্পনসরদের খুশি করতেই কোহলিকে বাদ দিচ্ছে না BCCI, বিস্ফোরক অভিযোগ

বাবর অবশ্য কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন, কেন হঠাৎ টুইট করতে গেলেন কোহলিকে নিয়ে। তাঁর দাবি, একজন খেলোয়াড় হিসেবে বোঝেন, এমন কঠিন সময়ে সমর্থন দরকার হয় সব ক্রিকেটারেরই। তাঁর কথায়, ‘আমি নিজে একজন খেলোয়াড়। আমি বুঝি এমন পর্যায় দিয়ে যেতে হয় সবাইকেই। এটাও জানি, এমন অফ ফর্মে থাকলে খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন হয়। এমন কঠিন সময়ে আপনার সমর্থন দরকার হয়। আমি এই ভেবেই টুইট করেছিলাম যে, এটা হয়ত ওকে (বিরাটকে) কিছুটা সমর্থন জোগাবে।’

কোহলিকে নিয়ে বাবরের টুইট।
কোহলিকে নিয়ে বাবরের টুইট।

পাক দলনায়ক আরও বলেন, ‘ও বিস্তর ক্রিকেট খেলছে। ও জানে এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়। সময় লাগে। এমন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই যথাযথ।’

আরও পড়ুন:- Babar Azam supports Virat Kohli: খারাপ সময় ‘কেটে যাবে’, বিরাটকে ফর্মে ফিরতে মনোবল জোগালেন ‘শত্রু’ বাবর

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কোহলি ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরে বাবর টুইটারে বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। মনোবল বজায় রাখ।’

বন্ধ করুন