শুভব্রত মুখার্জি
স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা প্রসারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অর্থাৎ ক্রিকেট অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রার স্ত্রী'র নামে নামাঙ্কিত 'জেন ম্যাকগ্রাথ ফাউন্ডেশন'এর উদ্যোগে প্রতি বছর বক্সিং ডে টেস্টকে গোলাপি রঙে রাঙিয়ে ফেলে। এবার স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়াতে অক্টোবরকে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাপী চলছে নানা সচেতনতামূলক কর্মকাণ্ড। এবার সেই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চলতি ন্যাশনাল টি-২০ কাপের সেমিফাইনালে ক্রিকেটারদের জার্সিতে গোলাপি ফিতা ব্যবহার করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টুর্নামেন্টের সেমিফাইনালে ক্রিকেটারদের পাশাপাশি পিসিবি কর্মী এবং সম্প্রচারকরাও এই গোলাপি ফিতা ব্যবহার করবেন। আর ম্যাচ কর্মকর্তারা গোলাপি টি-শার্ট ব্যবহার করবেন। স্টেডিয়ামে ব্যবহার করা হবে গোলাপি আলো। গোলাপি রঙে রাঙানো হবে গ্যালারি। কার্যত স্টেডিয়ামকে মুড়ে ফেলা হবে গোলাপি রঙে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।