বাংলা নিউজ > ময়দান > ক্রিকেট বিশ্বের প্রথম অনলাইন কোচ! মিকি আর্থারকে নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত পাকিস্তানের- রিপোর্ট

ক্রিকেট বিশ্বের প্রথম অনলাইন কোচ! মিকি আর্থারকে নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত পাকিস্তানের- রিপোর্ট

বাবর আজম ও মিকি আর্থার। ছবি- টুইটার/রয়টার্স।

মিকি আর্থারকে কোচ হিসেবে ফেরাতে অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনটাই খবর ওদেশের সংবাদমাধ্যমের।

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। তবে একটু চমকপ্রদভাবে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর যদি যথার্থ হয়, তবে আর্থার বেশিরভাগ সময়ে দূর থেকেই অনলাইনে কোচিং করাবেন বাবর আজমদের। সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন মিকি।

শোনা যাচ্ছে যে, আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সর্বদা মাঠে হাজির থাকবেন না। পিসিবি তাঁর সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে।

কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন যে, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে বিস্তর। তার পরেই মিকির অন-লাইনে কোচিং করাতে চলার খবর সামনে আসে।

আরও পড়ুন:- প্রত্যাশা পূরণে ব্যর্থ, বিশ্বকাপের পরেই সরে দাঁড়ালেন ভারতীয় হকি দলের হেড কোচ গ্রাহাম রিড

আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।'

মিকি আর্থার আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে একাধিক দেশকে কোচিং করিয়েছেন। পাকিস্তান ছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন।

মিকির অনলাইন কোচ হিসেবে দায়িত্ব নিতে চলা প্রসঙ্গে কাটছাঁট প্রতিক্রিয়া দিয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি স্পষ্ট জানান যে, অনলাইন কোচিংয়ের বিষয়টাই তাঁর কাছে স্পষ্ট নয়। বরং তিনি সওয়াল করছেন ঘরোয়া কোচেদের হয়ে। পাকিস্তান ক্রিকেটে পছন্দ-অপছন্দের পুরনো রোগ নিয়েও সোচ্চার হয়েছেন আফ্রিদি। তাঁর দাবি, ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।

আরও পড়ুন:- IND vs NZ: মারকাটারি ফর্ম্যাটে ছক্কাহীন T20I, ভারতে এমনটা আগে কখনও ঘটেনি- বিরল রেকর্ড

আফ্রিদি বলেন, ‘অনলাইন কোচিংয়ের বিষয়টাই আমার মাথায় ঢুকছে না। বিদেশি কোচই কেন? পাকিস্তানেও তো অনেকে রয়েছে। আমাদের ক্রিকেটে পছন্দ-অপছন্দের সিস্টেম রয়েছে। ক্রিকেট আর রাজনীতি মিশিয়ে ফেলা ঠিক নয়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন