একা খাবার খেতে পারেন না পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আবিদ আলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীনই মধ্যাহ্নভোজনের বিরতিতে তিনি ডেকে নেন এক বিশেষ অতিথিকে। তাঁর সঙ্গেই খাবার ভাগ করে খান আবিদ আলি।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ জয় পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে বাংলাদেশেরকে বাবর আজমরা এক ইনিংস এবং আট রানে হারিয়ে দিয়েছে। বোলারদের দাপুটে পারফরম্যান্সের মাঝেও, পাকিস্তানের ব্যাটসম্যান আবিদ আলিকে নিয়েই নেটপাড়ায় তুমুল আলোড়ন শুরু হয়ে গিয়েছে।
বুধবার পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ড্রেসিংরুম থেকে হঠাৎ-ই খাবার প্লেট নিয়ে স্ট্যান্ডের দিকে আসেন আবিদ। গ্যালারির চেয়ারের পাশে সিঁড়িতে বসেছিল একটি বিড়াল। আবিদ নিজের প্লেট থেকে খাবার দেন বিড়ালটিকে। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সঙ্গে লিখেছে, ক্রিকেটারদের পাশাপাশি আর এক বিশেষ অতিথিও আজ মধ্যাহ্নভোজ খেয়েছে। আর এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে।
আবিদ আলিই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। দুই টেস্ট মিলিয়ে তিনি মোট ২৬৩ রান করেছেন। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে এর মধ্যে। শুধু তাই নয়, পাকিস্তানের হয়ে টেস্টে এই বছর সব থেকে বেশি রানও করেছেন আবিদ আলি। ৯ টেস্টে তাঁর মোট রান ৬৯৫।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।