বাংলা নিউজ > ময়দান > দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করলেন পাক ক্রিকেটার শান মাসুদ, পাত্রী কে জানেন?

দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করলেন পাক ক্রিকেটার শান মাসুদ, পাত্রী কে জানেন?

নিশে খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পাক ক্রিকেটার শান মাসুদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শান মাসুদ জানিয়েছিলেন, নিশের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল লাহোরে। যে সময়কে তিনি তাঁর জীবনের অন্যতম সেরা সময় বলেও ব্যক্ত করেছেন।

শুভব্রত মুখার্জি : পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অন্যতম সেরা ব্যাটার শান মাসুদ। বাঁ-হাতি এই ব্যাটার এ বার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে। দীর্ঘ দিনের বান্ধবী নিশে খানকে বিয়ে করলেন তিনি। পাকিস্তানের পেশোয়ারে এক অনুষ্ঠানে বিয়েটা সেরে ফেললেন শান মাসুদ। এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়েটা সেরেছেন শান মাসুদ। গোটা অনুষ্ঠানে জুড়ে ব্যাকগ্রাউন্ডে বাজানো হয় এড সেরানের 'পারফেক্ট ' গানটি।

আরও পড়ুন: পেসাররা মাত্র ৩০ বল করে- বুমরাহদের এত চোটের পিছনে আসল কারণ ফাঁস করলেন কপিল

ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিয়ে সম্পন্ন হলেও বিয়ের ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন দম্পতিকে। পাক মিডিয়ার খবর অনুযায়ী পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খান এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে মাসুদ তাঁর পরিবার, আত্মীয় স্বজনদের জন্য 'ভালিমার' আয়োজন করবে। সূত্রের খবর এই ভালিমার আয়োজন করা হবে আগামী ২৭ জানুয়ারি।

আরও পড়ুন: আইপ্যাড, পাসপোর্ট, সব ভুলে যায়- ভুলাক্কার রোহিতের গল্প ৫ বছর আগেই করেছিলেন কোহলি

করাচিতে ভালিমা ছাড়াও অনুষ্ঠিত হবে মাসুদের 'রুকসাতি'। মাসুদের বিয়ের খবর বাইরে আসার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররাও। কিপার ব্যাটার কামরান আকমল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাচ্ছি শান মাসুদ। অনেক অনেক শুভ কামনা রইল তোমাদের জন্য। তোমাদের বৈবাহিক জীবন খুব সুখের হোক।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে শান মাসুদ জানিয়েছিলেন, নিশের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল লাহোরে। যে সময়কে তিনি তাঁর জীবনের অন্যতম সেরা সময় বলেও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত মাসেই শান মাসুদের সতীর্থ হ্যারিস রউফ এবং মডেল মুজনা মাসুদ মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

বন্ধ করুন