বাংলা নিউজ > ময়দান > চারটির বেশি টি-২০ লিগ নয়, ক্রিকেটারদের অবাধ বিচরণে লাগাম টানল পাকিস্তান

চারটির বেশি টি-২০ লিগ নয়, ক্রিকেটারদের অবাধ বিচরণে লাগাম টানল পাকিস্তান

নতুন এনওসি নীতি জারি করল পিসিবি। ছবি- এএফপি। (AFP)

ক্রিকেটারদের ওয়ার্কলোডের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড।

আইপিএলের দরজা যথারীতি বন্ধ। তবে পাক ক্রিকেটারদের এতদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়ানোয় কোনও বাধা ছিল না। শেষমেশ সেই অবাধ বিচরণের পরিসরটাও ছোট হয়ে গেল বাবর আজম, মহম্মদ হাফিজ, ফকর জামানদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ম করে লাগাম টানল কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের যত্রতত্র বিদেশী টি-২০ লিগ খেলায়।

বোর্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন বিভাগ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে পিসিবি তাদের নতুন এনওসি পলিসি জারি করেছে। নতুন এই নীতি অনুযায়ী চুক্তিবদ্ধ পাক ক্রিকেটাররা পিএসএল-সহ চারটির বেশি টি-২০ লিগে অংশ নিতে পারবেন না। অর্থাৎ পাকিস্তান সুপার লিগ ছাড়া আরও তিনটি বিদেশী লিগে মাঠে নামতে পারবেন বাবররা।

ক্রিকেটারদের ওয়ার্কলোডের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। ঘরোয়া ক্রিকেটারদের ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া নিয়ে নিয়ম আরও কড়া হয়েছে। প্রথমত, সীমিত ওভারের ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত মাঠে নামলে তবেই আবেদন করা যাবে বিদেশী লিগে খেলার। তাছাড়া সরাসরি বোর্ডের কাছে এনওসি চাওয়ার রাস্তাও খোলা থাকল না তাঁদের সামনে। স্থানীয় ক্রিকেট সংস্থায় আবেদন করার পর তাদের অনুমতি সাপেক্ষে ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের ছাড়পত্র মিলবে। তবে সব ক্ষেত্রেই চূড়ান্ত সিলমোহর দেওয়ার ক্ষমতা থাকছে এক্সিকিউটিভ বোর্ডের।

পিসিবি'র চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান নতুন এই পলিসিতে ভারসাম্য বজায় রাখা হয়েছে বলে জানান। তাঁর কথায়, 'প্রাথমিকভাবে ক্রিকেটারদের ওয়ার্কলোডের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশী লিগে খেলে নিজেদের দক্ষতা বাড়ানো ও বাড়তি উপার্জনের সুযোগও করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.