শত্রুর শত্রু আমার বন্ধ, একটা কথা আছে। কিন্তু সেই কথাটা যে পাকিস্তানের খেলোয়াড়রাও এত ভালোভাবে শিখে নিয়েছেন সেটা বোধ হয় মঙ্গলবার চিনের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ না দেখলে বোঝাই যেত না। মুখে যতই পাকিস্তানিদের একাংশ বলুক না কেন ভারত তাঁদের বন্ধু দেশ, কিংবা ভারতীয় ক্রীড়াবদিরা তাঁদের বন্ধুর মতো, মনে ভিতর যে অধিকাংশ ক্ষেত্রেই অন্য মানসিকতা তাঁদের থাকে সেটাই প্রমাণ হল পাকিস্তানের হকি খেলোয়াড়দের কাজে। তাঁরা নিজেদের দেশের লজ্জা বাড়ালেন না ভারত-পাকিস্তান শত্রুতাকে বিশ্বের মঞ্চে আরও একবার জানানোর চেষ্টা করলেন, সেই উত্তর অবশ্য তাঁরাই দিতে পারবেন।
আরও পড়ুন-৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…
মঙ্গলবার ছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। সেখানে মুখোমুখি হয়েছিল ভারত এবং চিন। সেই ম্যাচে হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল চিনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর সেখানেই পাকিস্তানের হকি খেলোয়াড়দের দেখা গেল হাতে চিনের পতাকা নিয়ে, ভারতের বিরুদ্ধে চিনকে সমর্থন করতে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
কয়েক দিন আগে পর্যন্তই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটাররা বলে আসতেন, সেদেশে বিরাটদের প্রতি ক্রিকেটভক্তদের ভালোবাসার কথা। অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে আর্শাদ নাদিম সোনা জয়ের পর নীরজ চোপড়ার মা যেমন বলেছিলেন আর্শাদ তাঁর ছেলের মতো। তেমনই নীরজকেও নিজের ছেলের আসনেই বসিয়েছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী পাক জ্যাভলিন থ্রোয়ারের মা। কিন্তু এক্ষেত্রে ব্যাতিক্রমি পাকিস্তানিরা যে কখনই উদারহণ নয়, সেটাই প্রমাণ করে দিলেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা, মনে করছে নেটিজেনমহল।
খেলোয়াড় হিসেবে কোনও দলকে পছন্দ হতেই পারে কারোর। কিন্তু ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দিতার কথা কারোর অজানা নয়। যেখানে প্রতিনিয়ত বাবর আজম, শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চেষ্টা চালিয়ে যান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার, সেখানেই তাঁদের হকি দল বুঝিয়ে দিল ভারতকে তাঁরা চিরশত্রুই ভাবে, এক্ষেত্রে কোনও দ্বিমতের জায়গাই নেই। কারণ স্রেফ একজনের হাতে নয়, পাকিস্তানের অধিকাংশ খেলোয়াড়ের হাতেই ছিল চিনের পতাকা।
চিন যদি ভালো খেলত সেক্ষেত্রে তাঁদের সমর্থনের কোনও প্রশ্নই থাকত না। কারণ হতেই পারে ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তাঁরা অজিদের সমর্থন করলেন। কিন্তু যোগ্য দল হিসেবে ভারত ভালো খেলে ফাইনালে ওঠার পরেও একান্তই যে পাকিস্তানের হকি খেলোয়াড়রা রাগ এবং শত্রুতার বশেই চিনকে সমর্থন করছিলেন, সেকথা হয়ত ছোট শিশুরাও বুঝতে পারবে। প্রসঙ্গত এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান হারে ভারতের কাছে, ২-১ গোলে জিতেছিল হরমনপ্রীত সিংয়ের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।