বাংলা নিউজ > ময়দান > ICC Super League: ডাচদের হারিয়ে পয়েন্টের সেঞ্চুরি বাবরদের, সুপার লিগ টেবিলের প্রথম চারে পাকিস্তান

ICC Super League: ডাচদের হারিয়ে পয়েন্টের সেঞ্চুরি বাবরদের, সুপার লিগ টেবিলের প্রথম চারে পাকিস্তান

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল পাকিস্তান। ছবি- পিসিবি।

নিউজিল্যান্ডকে টপকে পয়েন্টের নিরিখে আফগানিস্তানকে ছুঁয়ে ফেলেন বাবর আজমরা। বাংলাদেশের ঘাড়েও নিঃশ্বাস পাকিস্তানের। ভারত অবশ্য অনেক পিছিয়ে রয়েছে।

নেদারল্যান্ডসকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে নিউজিল্যান্ডকে টপকে গেল পাকিস্তান। সেই সঙ্গে সুপার লিগে পয়েন্ট সংগ্রহের নিরিখে সেঞ্চুরি পূর্ণ করলেন বাবর আজমরা।

রটারডামে সিরিজের প্রথম ম্যাচে ডাচদের ১৬ রানে পরাজিত করে পাকিস্তান। ফলে আইসিসি সুপার লিগের ১৬ ম্যাচে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১০০ পয়েন্ট। এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছেন বাবররা। চলতি সিরিজেই আফগানিস্তান ও বাংলাদেশকে টপকে প্রথম দুইয়ে চলে আসার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।

আরও পড়ুন:- Asia Cup-এর আগে দুর্দান্ত শতরানে ভারতকে হুঁশিয়ারি দিলেন ফখর জামান, হাফ-সেঞ্চুরিতে রোহিতদের সতর্ক করলেন বাবর আজম

ইংল্যান্ড আগের মতোই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তান তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে বটে, তবে পয়েন্টের নিরিখে আফগানদের ধরে ফেলেছে পাকিস্তান। বাবরদের উত্থানে লিগ টেবিলের পাঁচ নম্বরে পিছলে যেতে হয় নিউজিল্যান্ডকে। নেদারল্যান্ডস লাস্টবয়ই রয়ে গিয়েছে।

আরও পড়ুন:- NED vs PAK: ৩০০ টপকেও স্বস্তি নেই, দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে দম বেরিয়ে গেল পাকিস্তানের

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-
১. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট।
২. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।
৩. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট।
৪. পাকিস্তান: ১৬ ম্যাচে ১০০ পয়েন্ট।
৫. নিউজিল্যান্ড: ৯ ম্যাচে ৯০ পয়েন্ট।
৬. ওয়েস্ট ইন্ডিজ: ২১ ম্যাচে ৮০ পয়েন্ট।
৭. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।
৮. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট।
১০. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।
১২. জিম্বাবোয়ে: ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট।
১৩. নেদারল্যান্ডস: ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট।

বন্ধ করুন