বাংলা নিউজ > ময়দান > পিছিয়েই চলেছে ভারত, উইন্ডিজকে হারিয়ে ICC সুপার লিগ টেবিলে চার উঠে এল পাকিস্তান

পিছিয়েই চলেছে ভারত, উইন্ডিজকে হারিয়ে ICC সুপার লিগ টেবিলে চার উঠে এল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান দলের সেলিব্রেশন। ছবি- এপি। (AP)

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেবিলে একবারে তিনধাপ এগিয়ে এসেছে পাকিস্তান।

জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজে চুনকাম করে আফগানিস্তান আগেই সুপার লিগ টেবিলে ভারত, ইংল্য়ান্ডকে পিছনে ফেলে দিয়েছিল। উঠে এসেছিল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। এবার পাকিস্তান দ্বিতীয় ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তারাও ভারতকে পিছনে ফেলে দিল।

বর্তমানে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। বেশ কিছুদিন হয়ে গেল ভারত ওয়ান ডে খেলেনি। সেই সুযোগেই একের পর এক দল ভারতকে টপকে সুপার লিগ টেবিলে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে মাত দিয়ে পাকিস্তান এই টেবিলে একেবারে তিন ধাপ লাফ দিয়ে সাত থেকে চারে উঠে এল।

আরও পড়ুন:- রান করেই চলেছেন বাবর আজম, এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল পাকিস্তান

শনিবারের (১০ জুন) ম্যাচের আগে পাকিস্তান ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় সাতে ছিল। ম্যাচ জেতায় ১০ পয়েন্ট পেয়ে তারা অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দিল। ১৪ ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৮০ পয়েন্ট। তাদের আগে বাংলাদেশ, আফগানিস্তান এবং ইংল্যান্ড রয়েছে। ক্রমাগত ম্যাচ হেরে এক ধাপ পিছিয়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ২০ ম্যাচে তারা ৮০ পয়েন্ট নিয়ে চার থেকে পাঁচে নেমে গেল।

ভারতীয় দল পাকিস্তানের জয়ে পাঁচ থেকে নামল ছয় নম্বরে। অবশ্য ১২ ম্যাচ খেলা ভারত বাকিদের থেকে একটু কম সংখ্যক ম্য়াচই খেলেছে। এই তালিকার বিচারেই পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় হবে। প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা পাবে। তাই এই তালিকায় উপরের দিকে থাকাটা ভীষণই গুরুত্বপূর্ণ। তবে ভারত আয়োজক দেশ হওয়ায় ভারতের বিশ্বকাপে খেলার যোগ্যতা পাওয়া এর ওপর নির্ভরশীল নয়। তারা এমনিই আয়োজক দেশ হিসাবে যোগ্যতা পেয়ে গিয়েছে।

আরও পড়ুন:- সাঙ্গাকারার শতরানের রেকর্ড হাতছাড়া হলেও, আরেক বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-

১. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।

২. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট।

৩. ইংল্যান্ড: ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।

৪. পাকিস্তান: ১৪ ম্যাচে ৮০ পয়েন্ট।

৫. ওয়েস্ট ইন্ডিজ: ২০ ম্যাচে ৮০ পয়েন্ট।

৬. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।

৭.অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।

৮. আয়ারল্যান্ড: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট।

৯. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।

১০. নিউজিল্যান্ড: ৬ ম্যাচে ৬০ পয়েন্ট।

১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।

১২. জিম্বাবোয়ে: ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট।

১৩. নেদারল্যান্ডস: ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.