বাংলা নিউজ > ময়দান > কাকে বল করা সবথেকে কঠিন? কোহলি নয়, জবাবে অন্য এক ভারতীয় ব্যাটসম্যানের নাম নিলেন পাকিস্তানের তারকা পেসার

কাকে বল করা সবথেকে কঠিন? কোহলি নয়, জবাবে অন্য এক ভারতীয় ব্যাটসম্যানের নাম নিলেন পাকিস্তানের তারকা পেসার

হাসান আলি। ছবি- টুইটার।

ঘুরিয়ে পাক বোলার দাবি করেন, বিরাটকে বল করা তুলনায় সহজ।

টেস্ট ও টি-২০ মিলিয়ে শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে ২২টি উইকেট নিয়েছেন হাসান আলি। শেষ তিনটি টেস্টে চারবার ইনিংসে ৫ উইকেট-সহ মোট ২৪টি উইকেট পকেটে পুরেছেন পাক পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে কেমন ছন্দে রয়েছেন পাক তারকা, এটা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

এহেন দুরন্ত ফর্মে থাকা পাক পেসার সম্প্রতি কোনওরকম রাখঢাক না করে জানিয়েছেন যে, কোন ব্যাটসম্যানকে বল করা সবথেকে কঠিন মনে হয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে যে সব ব্যাটসম্যানদের বিরুদ্ধে তিনি বল করেছেন, তাঁদের মধ্যে তাঁকে সবথেক বেশি সমস্যায় ফেলেছন এক ভারতীয় ক্রিকেটার।

উল্লেখযোগ্য বিষয় হল, সেই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি নন, বরং তাঁর ডেপুটি রোহিত শর্মা। Cricwick-কে দেওয়া সাক্ষাত্কারে হাসান বলেন, ‘অনেক ব্যাটসম্যান রয়েছে, যারা নিজেদের দিনে আপনাকে কঠিন লড়াই ছুঁড়ে দিতে পারে। তবে আমি খুব ভালোভাবো লক্ষ্য করেছি এবং উপলব্ধি করেছি যে, আমাকে সবথেকে বেশি সমস্যায় ফেলে রোহিত শর্মা। আমরা এটা দেখেছি এশিয়া কাপ এবং বিশ্বকাপের সময়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ওকে বল করার খুব বেশি সুযোগ হয়নি, তবে এটা বুঝেছি যে, ওর দিন ভালো গেলে প্রচণ্ড সমস্যা তৈরি করে। ও আমাকে সত্যিই জ্বালাতন করে।’

হাসান আলি আরও বলেন, ‘রোহিতের মধ্যে বিস্তর সম্ভাবনা রয়েছে এবং ও যে কোনও জায়গায় শট নিতে পারে। ও বলের লাইনে আসে এবং খুব দেরিতে শট খেলে। ও যে পিক-আপ শটগুলে খেলে, তা মোটেও সহজ নয়। খুব বেশি ব্যাটসম্যান ওরকম শট খেলতে পারে না। ওর সেই ক্ষমতা রয়েছে।’

সুতরাং, হাসান আলি ঘুরিয়ে দাবি করলেন যে, বিরাট কোহলিকে বল করা তুলনায় সহজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন