বাংলা নিউজ > ময়দান > অভিষেকেই ইতিহাস পাক ক্রিকেটার আবিদ আলির

অভিষেকেই ইতিহাস পাক ক্রিকেটার আবিদ আলির

পাক ওপেনার আবিদ আলি (ছবি সৌজন্যে এপি)

বিশ্ব ক্রিকেটে প্রতিনিয়ত নানান ধরনের রেকর্ড গড়লেও, এমন রেকর্ড আজ পর্যন্ত কেউ করতে পারেননি। অভিষেক ওয়ানডে ও টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়লেন পাক ওপেনার আবিদ আলি।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রতিভাবান ব্যাটসম্যান আবিদ আলি। এর আগে চলতি বছরের মার্চে অভিষেক ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এবার একইভাবে টেস্ট অভিষেকে শতরান হাঁকিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আবিদ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে শতরান হাঁকালেন ৩২ বছর বয়েসী আবিদ। দীর্ঘ এক দশক পর পাকিস্তানে ফিরল টেস্ট ক্রিকেট। আর সেখানেই অভিষেক টেস্টে শতরান হাঁকিয়ে ম্যাচের জৌলুস বাড়িয়ে দিলেন এই পাক ক্রিকেটার।

চলতি বছরের মার্চ মাসে আবিদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুবাইয়ে অভিষেক ওয়ানডেতে ১১২ রানের একটি ইনিংস খেলেছিলেন। এর ফলে তিনি বিশ্বের সেই ১৫ জন ব্যাটসম্যান এর মধ্যে শামিল হন, যাঁরা নিজেদের ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কেউ ওয়ানডের পাশাপাশি টেস্ট অভিষেকে শতরান হাঁকাতে পারেনি। যেটা করে দেখালেন আবিদ।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রথম টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে কোনও ফলাফল ছাড়াই শেষ হয়ে যায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম তিন দিন শ্রীলঙ্কা ব্যাট করে। চতুর্থ দিন বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি। পঞ্চম দিনে কিছুক্ষণের জন্য ব্যাট করে ৩০৮ রানের ডিক্লেয়ার করে অ্যাঞ্জেলো ম্যাথুজরা। শেষদিনে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭০ ওভারে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫২ রান তোলে। যার মধ্যে রয়েছে আবেদালির ১০৯ ও বাবার আজমের ১০২ রানের ইনিংস।

বন্ধ করুন