বাংলা নিউজ > ময়দান > ভাঙল কোহলিদের রেকর্ড, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে নতুন ইতিহাস লিখল কাসিমের নেতৃত্বাধীন পাকিস্তান

ভাঙল কোহলিদের রেকর্ড, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে নতুন ইতিহাস লিখল কাসিমের নেতৃত্বাধীন পাকিস্তান

শ্রীলঙ্কান ব্যাটারের উইকেট নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান। ছবি- টুইটার (@cricketworldcup)।

পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে পঞ্চম স্থান দখলের লড়াইয়ে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। একেবারে একপেশে এক ম্যাচে দিমুথ ওয়ালালাগের দলকে পাকিস্তান শুধু হারালোই না, রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার হাসিবুল্লাহ খান এবং মহম্মদ শেহজাদের ১৩৪ রানের পার্টনারশিপে শক্ত ভিত গড়ে পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে হাসিবুল্লার সঙ্গে এক স্মরণীয় ২৩৯ রানের পার্টনারশিপ গড়েন পাকিস্তান অধিনায়ক কাসিম আক্রম। হাসিবুল্লাহ ১৩৬ রান করে আউট হলেও, মাত্র ৮০ বলে ১৩৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন কাসিম। তাদের পার্টনারশিপ ভর করেই ৩৬৫ রান করে পাকিস্তান।

বিশাল রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালভাবে করার ভীষণ প্রয়োজন ছিল দ্বীপরাষ্ট্রের। তবে ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে কী হতে চলেছে, তার সামান্য ট্রেলার দেখান কাসিম। একে একে প্রথম পাঁচ ব্যাটারকে দলগত মাত্র ৪১ রানে সাজঘরে সাজঘরে ফেরত পাঠান পাক অধিনায়ক। ওয়ালালাগে (৪০) এবং বিনুজা রানপুল (৫৩) একটু লড়াই করলেও, আট লঙ্কান ব্যাটার দুই অঙ্কের স্কোরেই পৌঁছতে পারেননি। পরিণামে যা হওয়ার তাই হল, মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 

২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় কাসিমের পাকিস্তান। ঘটনাক্রমে, অনুর্ধ্ব ১৯ লঙ্কান দলের বিরুদ্ধে এটাই রানের নিরিখে সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৭ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল কলম্বোয়, শ্রীলঙ্কাকে ১৬১ রানে হারিয়েছিল। এতদিন পর্যন্ত এটাই লঙ্কানদের বিরুদ্ধে কোনো অনুর্ধ্ব ১৯ সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল। কাসিমরা সেই রেকর্ড ভেঙে নিজেদের নামে করলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.