বাংলা নিউজ > ময়দান > ৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক

৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক

আগ্রাসী মেজাজে হ্যারি ব্রুক। ছবি- এএফপি (AFP)

Pakistan vs England 1st Test: রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ব্রিটিশ তারকা।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে সউদ সাকিলের এক ওভারে ৬টি চার মারেন হ্যারি ব্রুক। ব্রিটিশ তারকার যে তাতেও মন ভরেনি, সেটা বোঝা যায় টেস্টের দ্বিতীয় দিনে। এবার পরপর ৬টি বাউন্ডারি মারতে না পারলেও ওভারের ৬টি বলে সাকুল্যে আরও বেশি রান সংগ্রহ করেন তিনি।

দ্বিতীয় দিনে জাহিদ মাহমুদের ওভারে মোট ২৭ রান সংগ্রহ করেন হ্যারি ব্রুক। ইনিংসের ৮৭তম ওভারের প্রথম বলে ছক্কা মারেন ব্রুক। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর ৩টি চার মারেন তিনি। পঞ্চম বলে ফের ছক্কা হাঁকান হ্যারি। শেষ বলে ৩ রান সংগ্রহ করেন ব্রিটিশ তারকা।

উল্লেখ্য, টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ইনিংসের ৬৮তম ওভারে সউদ শাকিলের ৬টি বলে পরপর ৬টি চার মারেন হ্যারি ব্রুক। অর্থাৎ, সেই ওভারে তিনি সাকুল্যে ২৪ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন:- PAK vs ENG: ইতিহাস গড়ল ইংল্যান্ড, পাক বোলারদের তুলোধনা করে টেস্টের এক দিনেই ৫০০ টপকালেন স্টোকসরা

হ্যারি ব্রুক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৮০ বলে। ব্রুক দেড়শো রানের গণ্ডি টপকাতে খরচ করেন মাত্র ১১৫টি বল। শেষমেশ ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ১৫৩ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন:- ৪,৪,৪,৪,৪,৪: পাক স্পিনারের ১ ওভারে ৬টি বাউন্ডারি হ্যারির, এটা নাকি টেস্ট ক্রিকেট! ভিডিয়ো

পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১০১ ওভার ব্যাট করে ৬৫৭ রান তোলে ইংল্যান্ড। ব্রুকের শতরান ছাড়া জ্যাক ক্রাউলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮, বেন স্টোকস ৪১, ওলি রবিনসন ৩৭, উইল জ্যাকস ৩০ ও জো রুট ২৩ রান করেন। ৪টি উইকেট নেন জাহিদ মাহমুদ। ৩টি উইকেট দখল করেন নাসিম শাহ। এছাড়া মহম্মদ আলি ২টি ও হ্যারিস রউফ ১টি উইকেট নেন।

বন্ধ করুন