বাংলা নিউজ > ময়দান > Abdullah Shafique: টানা ৪ T20I ইনিংসে শূন্য রানে আউট পাকিস্তানের ব্যাটার, গড়লেন লজ্জার নজির

Abdullah Shafique: টানা ৪ T20I ইনিংসে শূন্য রানে আউট পাকিস্তানের ব্যাটার, গড়লেন লজ্জার নজির

আবদুল্লা শফিক। ছবি টুইটার

শারজাতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় পাক দল। একটা সময়ে তাদের শূন্য রানে দুই উইকেট পড়ে যায়। ওপেনার সাইম আয়ুব দুই বল খেলে শূন্য রানে আউট হন।

শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে লজ্জার নজির গড়লেন পাকিস্তানের ডান হাতি ব্যাটার আবদুল্লা শফিক। আন্তর্জাতিক টি-২০ যে নজির এককথায় বিরলও বটে! প্রথম ব্যাটার হিসেবে পরপর চার ইনিংসে শূন্য করে লজ্জার নজির গড়লেন তিনি। শারজাতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে এই লজ্জার নজির গড়েছেন পাক ব্যাটার আবদুল্লা শফিক।

রবিবার শারজাতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় পাক দল। একটা সময়ে তাদের শূন্য রানে দুই উইকেট পড়ে যায়। ওপেনার সাইম আয়ুব দুই বল খেলে শূন্য রানে আউট হন। এরপর ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান শফিক। এদিন বল হাতে আগুন ঝরান ফজলহক ফারুকি। আফগান বাঁহাতি পেসারের দাপটে শূন্য রানে দুই উইকেট পড়ে যায় পাক দলের। ফারুকির ইনসুইং করে ভিতরের দিকে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান শফিক। বলটিকে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে মিস করে যান শফিক। বল সোজা গিয়ে লাগে তাঁর প্যাডে। আম্পায়ার সঙ্গে সঙ্গে তাঁকে আউট দেন। ডিআরএস নেন শফিক। তবে সফল হননি। টিভি আম্পায়ার আকবর আলি আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

উল্লেখ্য চলতি সিরিজের প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হন শফিক। সেদিন আফগানদের বিরুদ্ধে ২ বল খেলে ০ রান করে আউক হয়েছিলেন তিনি। এই ম্যাচে আফগানদের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-২০ ম্যাচে শূন্য আউট হয়েছিলেন তিনি। তবে সেই ঘটনা ঘটেছিল ২০২০ সালে। প্রায় বছর তিনেক বাদে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-২০তে খেলতে নামলেও ভাগ্য বদলালো না তাঁর। ২০২০ সালে প্রথমে অকল্যান্ডে এবং পরবর্তীতে হ্যামিলটনে শূন্য রানে আউট হয়েছিলেন শফিক। দুটি ম্যাচেই দুই বলে শূন্য করে আউট হয়েছিলেন তিনি। এদিন প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান করেছে পাকিস্তান দল। একটা সময়ে ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে তাদেরকে টেনে তোলেন ইমাদ ওয়াসিম এবং শাদাব খান জুটি। ইমাদ ওয়াসিম ৬৪ রানে অপরাজিত থাকেন। শাদাব আউট হয়ে যান ৩২ রান করে। আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন ফজলহক ফারুকি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.