বাংলা নিউজ > ময়দান > PAK vs NZ: ১ নম্বরের মুকুট ধাতে সইল না বাবরদের, এক ম্যাচ পরেই পা হড়কে ভারতের পিছনে পাকিস্তান

PAK vs NZ: ১ নম্বরের মুকুট ধাতে সইল না বাবরদের, এক ম্যাচ পরেই পা হড়কে ভারতের পিছনে পাকিস্তান

নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের। ছবি- এপি।

Pakistan vs New Zealand 5th ODI: উচ্ছ্বাস স্থায়ী হল না। বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল হওয়ার মাত্র ২ দিন পরেই ফের ভারতের কাছে পিছিয়ে পড়ল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হেরে সিংহাসন হারালেন বাবর আজমরা।

মাত্র ২ দিন স্থায়ী হল বাবর আজমদের উচ্ছ্বাস। তাঁদের ধাতে সইল না এক নম্বরের মুকুট। এক ম্যাচ পড়েই পা হড়কে আইসিসির দলগত ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ধরাশায়ী পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টানা চারটি ম্য়াচ জিতে পাকিস্তান আইসিসির এক নম্বর ওয়ান ডে দলে পরিণত হয়। তারা টপকে যায় ভারত ও অস্ট্রেলিয়াকে। তবে সিরিজের পঞ্চম ম্যাচ হেরে সিংহাসন খোয়াতে হয় তাদের। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে বাবরদের আইসিসি ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে টেনে নামান টম লাথামরা। সুতরাং, পাকিস্তান ফের পিছিয়ে পড়ে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া শীর্ষে ফেরে। ভারত ফিরে আসে দ্বিতীয় স্থানে।

করাচিতে সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.৩ ওভারে ২৯৯ রান তুলে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার উইল ইয়ং ও ক্যাপ্টেন লাথাম। ইয়ং ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৮৭ রান করে আউট হন। লাথাম ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:- RR vs SRH: শেষ ওভারে চূড়ান্ত নাটক, সন্দীপের নো-বলে রাজস্থানের জয়ের উচ্ছ্বাস বদলে গেল হারের বিষাদে

এছাড়া টম ব্লান্ডেল ১৫, হেনরি নিকোলস ২৩, মার্ক চাপম্যান ৪৩, কোল ম্যাকঞ্চি ২৬ ও রাচিন রবীন্দ্র ২৮ রান করেন। শাহিন আফ্রিদি ৪৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন উসামা মীর ও শাদব খান। ১টি করে উইকেট দখল করেন হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিম।

জবাবে ব্য়াট করতে নেমে পাকিস্তান ৪৬.১ ওভারে ২৫২ রানে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন বাবর আজম (১) ও মহম্মদ রিজওয়ান (৯)। ফখর জামান ৩৩ রান করে মাঠ ছাড়েন।

ইফতিকার আহমেদ ৭২ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। ৫৭ রান করেন আঘা সলমন। শান মাসুদ ৭, শাদব খান ১৪ ও উসামা মীর ২০ রান করে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:- RR vs SRH: নিখুঁত ইয়র্কারের সঙ্গে নির্ভুল DRS, দেখুন কীভাবে বাটলারের নিশ্চিত শতরান কেড়ে নেন ভুবনেশ্বর- ভিডিয়ো

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন হেনরি শিপলি ও রচিন রবীন্দ্র। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলিন, ম্যাট হেনরি ও ইশ সোধি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিপলি। পাকিস্তান ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জেতে। ৫ ম্যাচে ৩৬৩ রান করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ফখর জামান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন