টিম ইন্ডিয়ার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত তার শট নির্বাচনের জন্য সবসময়ই খবরে থাকেন। তার আক্রমনাত্মক খেলার কারণে, তিনি অনেকবার খুব সহজেই আউট হয়েছেন। কিন্তু এই মনোভাব নিয়ে খেলে তিনি অনেকবার টিম ইন্ডিয়াকেও অসুবিধায় ফেলেছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা বিশ্বাস করেন যে পন্ত যেভাবে ব্যাট করে সেটা তারা মেনে নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ করার পরে পন্তকে নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন পন্তের সঙ্গে কথা হয়েছে। রোহিত আরও বলেছেন যে পন্তকে কন্ডিশন এবং পিচ বিবেচনা করে ব্যাট করতে বলা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন পন্ত।
দ্বিতীয় টেস্টের পর রোহিত বলেন, ‘আমরা জানি সে কীভাবে ব্যাট করে এবং দল হিসেবে আমরা তাকে তার স্বাভাবিক খেলার স্বাধীনতা দিতে চাই। তবে তাকে ম্যাচ ও পিচের পরিস্থিতিকে বিবেচনা করতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন,‘সে আরও বালো হয়ে উঠছেন। এমন কিছু সময় আছে যখন আপনি নিজের মাথা ঠুকবেন কারণ আপনি তখন ভাববেন যে সে কেন এমন শট খেললেন। কিন্তু সে যেভাবে খেলে আমাদের সেটা মেনে নিতেই হবে।’
তিনি আরও বলেন,‘সে এমন একজন খেলোয়াড় যে আধ ঘণ্টা বা ৪০ মিনিটে ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে। তার উইকেটকিপিংও চমৎকার এবং প্রতি ম্যাচেই তার পারফরম্যান্সের উন্নতি করছে। ডিআরএস নিয়ে তার সিদ্ধান্ত সঠিক হচ্ছে।’ টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দলের কিছু সিনিয়র খেলোয়াড় আছেন যারা খেলাটা ভালো বোঝেন এবং তারা মতামত দেয়। আমার নিজের উপলব্ধি আছে। অধিনায়কত্বের ক্ষেত্রে আমি সেই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আমি নিজেই মাঠের পরিস্থিতি মূল্যায়ন করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।