বাংলা নিউজ > ময়দান > পন্ত নাকি কার্তিক, 2022 Asia Cup-এর বাকি ম্যাচে কার খেলা উচিত! উথাপ্পার উত্তর

পন্ত নাকি কার্তিক, 2022 Asia Cup-এর বাকি ম্যাচে কার খেলা উচিত! উথাপ্পার উত্তর

ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক

রবিন উথাপ্পা এই ইস্যুতে অন্যরকম মনোভাব পোষণ করেছেন। তিনি বলেছেন যে ভারতীয় দলের পন্তের বদলে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে যাওয়াই উচিত। সেই কারণে দীনেশ কার্তিককে বেছে নেওয়াই ভালো। কারণ কার্তিক একজন ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন।’ 

ঋষভ পন্ত নাকি দীনেশ কার্তিক কাকে সুযোগ দেওয়া উচিত? এই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি বলেছেন যে, তিনি চান অভিজ্ঞ কার্তিক খেলুক। কারণ পন্ত ভারতের বর্তমান T20I সেট আপের সঙ্গে খাপ খায় না।পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২২ এশিয়া কাপ-এ তাদের অভিযান শুরু করেছিল ভারত। এই ম্যাচে দীনেশ কার্তিককে পাওয়া গিয়েছিল।পন্তকে রাখা হয়েছিল বাইরে। হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে উভয় খেলোয়াড়কে দলে জায়গা দেওয়া হলেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার-ফোর ম্যাচে হেরে যাওয়া দলে সুযোগ পাননি দীনেশ কার্তিক।

আরও পড়ুন… BBL: মেলবোর্ন রেনেগেডস ছেড়ে স্টারস এ যোগ দিলেন জেমিমা, গড়লেন নজির

ইএসপিএন ক্রিকইনফোতে উইকেটরক্ষক বিতর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পূজারা বলেছিলেন যে দলের পন্তের সঙ্গেই যাওয়া উচিত। কারণ দল প্রতিটি ম্যাচে একাদশ পরিবর্তন করতে পারে না। পূজারা বলেন, ‘আমি মনে করি যদি তারা পন্তকে সমর্থন করতে চায় তবে তাদের তাঁর সঙ্গেই যাওয়া উচিত। আপনি প্রতি ম্যাচে দল পরিবর্তন করতে পারবেন না। যদি তাদের ডিকে-কে খেলতে হয়,তবে তার পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত ছিল। তাই আমি মনে করি তারা পন্তের সঙ্গেই যাবে।’

যাইহোক, উথাপ্পা এই ইস্যুতে অন্যরকম মনোভাব পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের পন্তের বদলে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে যাওয়াই উচিত। সেই কারণে দীনেশ কার্তিককে বেছে নেওয়াই ভালো। কারণ কার্তিক একজন ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন।’ উথাপ্পা আরও বলেছেন যে ঋষভ পন্তের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা অবস্থান হল যখন তিনি সেরা চারে ব্যাট করেন।

আরও পড়ুন… চাহালকে বাদ দিয়ে তাঁর IPL দলের প্লেয়ারকে ভারতীয় একাদশে নিতে বললেন গম্ভীর

রবিন উথাপ্পা বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি সবসময় একই ছিল। আমি মনে করি যে ডিকে একজন ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করেন। আপনাদের তাঁকে সেই চরিত্রে অভিনয় করতে দিতে হবে। আপনি দীপক হুডাকে পাঁচনম্বরের ভূমিকায় অভিনয় করতে পারেন। যেটি এই সময়ে ঋষভ পালন করছেন। এদিকে আপনাকে ভাবতে হবে যে ঋষভ টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেয়েছে যখন সে সেরা চারে ব্যাট করে।’

উথাপ্পা বলেছেন, ‘এই মুহূর্তে শীর্ষ চারে তার জায়গা নেই। কেন তাকে খেলাতে হবে বলেই আমরা তাকে খেলাচ্ছি? আমরা কি চাই না যে ঋষভ যে কন্ডিশনে খেলে তাতেই সে উন্নতি করুক। আপনি চান যে সে এমন একটি অবস্থানে খেলুক যা তার জন্য উপকারী, এমন অবস্থানে নয় যা তার জন্য ক্ষতিকর।’ উথাপ্পা আরও বলেছিলেন,‘তাই যদি তিনি খেলেন তবে তার উচিত শীর্ষ চারে ব্যাট করা। এই মুহূর্তে তিনি কি শীর্ষ চারে নিজেকে ফিট করছেন? তিনি তা করেন না। আমি তার পরিবর্তে দীনেশ কার্তিককে সেখানে দেখব।’

বন্ধ করুন