ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। প্রতিযোগিতা কখনও বাংলাদেশের দিকে তো কখনও ভারতের দিক ঝুঁকে ছিল। প্রথম সেশনটা স্বাগতিক বাংলাদেশের নামেই ছিল। দ্বিতীয় সেশনে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং শ্রেয়স আইয়ার ক্রিজে দাঁড়িয়ে খেলার গতি বদলে দেন। দিনের শেষ বলে উইকেট নিয়ে ঘরের মাঠে তারা কতটা বিপজ্জনক তা দেখিয়ে দিল বাংলাদেশ।প্রসঙ্গত,৯০ রান করার পর বোল্ড হওয়া চেতেশ্বর পূজারা ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। শ্রেয়স আইয়ার,অপরাজিত ৮২ রান করে ক্রিজে রয়েছেন। এদিকে এদিন ভক্তদের বিনোদন দিয়েছেন ঋষভ পন্ত।
আরও পড়ুন… ICC U-19 Women's World Cup: আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে ভারত, পাকিস্তান কোথায়?
আসলে, এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে গিয়ে ভারত বাজে শুরু করেছিল। সেখান থেকে ইনিংসকে সামলেছিলেন ঋষভ পন্ত। উইকেটরক্ষক ব্যাটসম্যান পন্তের ব্যাটে টিম ইন্ডিয়া নিজেদের ইনিংসকে সামলায়। লাঞ্চ পর্যন্ত ২৬ বলে ২৯ রান খেলেছিলেন পন্ত, এরপরে দ্বিতীয় সেশনে গিয়ার বদল করেন ঋষভ পন্ত। বড় শট মারতে শুরু করেন তিনি। স্কোরবোর্ড সচল রাখলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।অফ স্পিনার মিরাজ মেহেদি হাসানকে ছক্কা মেরে বোল্ড হন তিনি। ঋষভ পন্তও ৪৫ বলে ৪৬ রানের দুটি মাইলফলক অতিক্রম করেন। ঋষভ পন্ত আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছেন এবং টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন।
গত সাত ইনিংসে,ঋষভ পন্ত ৮৯ এর দুর্দান্ত গড়ে ৫৩৪ রান করেছেন। এই ফর্ম্যাটের সুপারস্টার তিনি। এর আগে অধিনায়ক রাহুল (২২),শুভমন গিল (২০) ও বিরাট কোহলি (১) রান করে আউট হয়ে যান। গিল ও কোহলিকে প্যাভিলিয়নে পাঠান লেগ স্পিনার তাইজুল ইসলাম। ভারত সাত ওভারে বিনা উইকেটে ৩০ রান করেছিল,যদিও বাংলাদেশি বোলাররা ভারতীয়দের অবাধে খেলতে দেয়নি।রাহুল দায়িত্বজ্ঞানহীন শট খেলেন, গিল বাজে সুইপ শটে উইকেট হারান।
আরও পড়ুন… ভিডিয়ো- নিশ্চিত আউটেও ডিআরএস নিলেন কোহলি
খুব সুন্দর বলে ইসলামের হাতে এলবিডব্লিউ হন কোহলি। ভারতও রিভিউ নিলেও সিদ্ধান্তটা ছিল বোলারের পক্ষে যায়। তবে সকলেই পন্তের আউটের পরে হতাশ হন। কারণ দারুণ একটা ইনিংস খেলছিলেন পন্ত। মাত্র ৪৫ বলে ৪৬ রান করেছিলেন তিনি। এমন অবস্থায় আর চার রান করলেই নিজের অর্ধশতরান সম্পূর্ণ করতে পারতেন তিনি। এমন অবস্থায় ৪৬ রানে আউটটা অমনেকেই মানতে পারেননি। সেই কারণেই পন্তের আউট হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা ঝড় তোলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।