আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবি ডি'ভিলিয়ার্সের থেকে বেশি ছক্কা মেরেছেন। ৩৪ ম্যাচে স্ট্রাইক রেট ১৫৩.৪৫। রবিবারও ৪০ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী খেলেছেন আইপিএল গ্রহ থেকে বহু দূরে থাকা টনি উরা।
রবিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ন'টি ছক্কা এবং চারটি বাউন্ডারি হাঁকান পাপুয়া নিউ গিনির তারকা। তাঁর অপরাজিত ৯৩ রানের সৌজন্যেই দু'বল বাকি থাকতেই ২০৪ রান তাড়া করে ফেলে পাপুয়া নিউ গিনি। জয় আসে তিন উইকেটে। একা হাতে জেতানোর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন টনি।
আরও পড়ুন: IND vs ENG: ভারতের বিরুদ্ধে ৩০০-র উপর রান তাড়া করে জিতেছে শুধু অজিরা, ইতিহাস বদলাবে ইংল্যান্ড?
যে টনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর তালিকায় এবিডিকে পিছনে ফেলে দিয়েছেন। এবিডি মোট ৬০ টি ছক্কা হাঁকিয়েছিলেন। রবিবারের ম্যাচের পর উরার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬১। এমনকী মহেন্দ্র সিং ধোনি (৫২), সুরেশ রায়নার (৫৮) মতো তারকাদের থেকেও বেশি ছক্কা হাঁকিয়েছেন।
আরও পড়ুন: IND vs ENG: এজবাস্টনে একই সঙ্গে ধোনি ও ওয়ালকটের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্ত
টনি উরা কে?
২০১৪ সালের নভেম্বরে আন্তর্জতিক ক্রিকেটে অভিষেক হয় টনির। হংকংয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচ ছিল। পরের বছর জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন উইকেটকিপার ও টি-টোয়েন্টি ব্যাটার। আপাতত মোট ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট ১,০৪৫ রান করেছেন। গড় ৩৮.৭। স্ট্রাইক রেট ১৫৩.৪৫। একটি শতরান হাঁকিয়েছেন। অর্ধশতরান করেছেন আটটি। সাতটি ইনিংসে অপরাজিত থেকেছেন। তবে একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড তেমন আহামরি নয়।