গতকালই রাউন্ড অফ ১৬-র টিকিট পাকা করেছিলেন ভাবিনাবেন প্যাটেল। আজ সকালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ২৩ মিনিটের ম্যাচে স্ট্রেট গেমে দাপুটে জয়ে প্রথম ভারতীয় হিসাবে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে নিজের জায়গা পাকা করেন প্যাডলার।
ব্রাজিলের জয়েস ডি অলিভিয়েরাকে ১২-১০, ১৩-১১, ১১-৬ স্কোরলাইনে মাত দেন ৩৪ বছর বয়সী ভারতীয় প্যাডলার। কাল সোনালবেন প্যাটেল গ্রুপ পর্যায়ের দুই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে ছিঁটকে যান। ফলে মহিলাদের ক্লাস ৪ বিভাগের সিঙ্গেলসে বিশ্বের ১২ নম্বর ভাবিনাই এখন টেবিল টেনিসে একমাত্র অবশিষ্ট ভারতীয়। প্রথম ম্যাচ হারলেও পরপর দুই ম্যাচ জিতে শেষ আটে নিজের টিকিট পাকা করেন এই প্যাডলার।
ম্যাচ জিতে সাক্ষাৎকারে ভাবিনাবেন জানান, ‘আমার কোচ আমায় প্রতিপক্ষের শরীর লক্ষ্য করে সেইদিকেই খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে নিজের খেলাটা খেলেছি। আমাদের পরবর্তী ম্যাচে আমাকে বিশ্বের দুই নম্বরের বিরুদ্ধে খেলতে হবে। সুতরাং, নিজের খেলার প্রতি প্রবল মনসংযোগ দেওয়ার দরকার। আশা করছি আমি জিতব।’
আজই ভারতীয় সময় অনুযায়ী ৩.৫০ নাগাদ সার্বিয়ার পেরিচ রাঙ্কোভিচ বরিস্লাভার বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট পাকা করতে ফের খেলতে দেখা যাবে ভাবিনাবেনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।