শুভব্রত মুখার্জি
টোকিওতে প্যারিলিম্পিক্সে তাঁর অভিষেক ঘটে। আর অভিষেক আসরেই বাজিমাত করেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার সুমিত অ্যান্টিল। অভিষেকেই তিনি এফ-৬৪ বিভাগে সোনা জিতেছেন দেশের হয়ে। আর তাঁর এই পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়েই এবার তিনি ২০২৪ সালের প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকেও অংশ নিতে বদ্ধপরিকর।
তিন বছর সময়ের মধ্যে শারীরিকভাবে সম্পূর্ণরুপে সক্ষম অ্যাথলিটদের বিরুদ্ধে লড়াই করে দেশকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি সোনপথের ২৩ বছর বয়সী এই অ্যাথলিট সোমবার (৩০ অগস্ট) টোকিও প্যারালিম্পিকে অসাধারণ পারফরম্যান্স করে দেশকে সোনা এনে দিয়েছিলেন। এফ৬৪ বিভাগে তিনি ৬৮.৫৫ মিটার দূরত্ব ছুঁড়ে সোনা পান। উল্লেখ্য, অ্যান্টিল এর আগেও শারীরিকভাবে সক্ষমদের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি ভারতীয় গ্রাঁপিতে অংশ নিয়েছিলেন।
সুমিত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ২০২৪ সালে প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকে যোগ্যতা অর্জন করাই তাঁর পরবর্তী লক্ষ্য। উল্লেখ্য, ২০১৫ সালে এক ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনাতে সুমিত তাঁর বা হাটুর তলা থেকে পা হারান। তারপর থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছেন দেশের হয়ে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনের লক্ষ্যে।
সুমিত জানান, 'আমি অনুশীলনের সময় ৭০ মিটার পর্যন্ত ছুড়তে সক্ষম হচ্ছিলাম। আমি ৭৫-৮০ মিটারের দূরত্বকে টার্গেট করছি। যা আমাকে অলিম্পিকের যোগ্যতা অর্জনে সাহায্য করবে বলেই আমি বিশ্বাস করি।আমি টোকিও থেকে ফিরে সেই লক্ষ্যেই অনুশীলন শুরু করব।' উল্লেখ্য প্যারালিম্পিকের ফাইনালে তিনি ধারাবাহিকভাবে ৬৬-৬৮ মিটারের মধ্যে থ্রো করেছেন।
তিনি আর ও বলেন, 'আমার কোচেরা আমাকে আক্রমণাত্মক খেলার পরামর্শ দেন। আমি খুশি যে আমি ভাল পারফরম্যান্স করতে পেরেছি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বীবিত করতে পারে। করোনার সময় আমি সাইয়ের থেকে বিশেষ অনুমতি নিয়ে বাড়িতেই অনুশীলন চালিয়ে গিয়েছি। আমি আমার পারিপার্শ্বিক সমস্ত ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। যা আমাকে খুব সাহায্য করেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।