বাংলা নিউজ > ময়দান > কেন্দ্রের আর্থিক সাহায্য পেতে এ বার প্যারা-স্পোর্টসকে রাখা হল অগ্রাধিকার বিভাগে

কেন্দ্রের আর্থিক সাহায্য পেতে এ বার প্যারা-স্পোর্টসকে রাখা হল অগ্রাধিকার বিভাগে

অনুরাগ ঠাকুর।

খেলো ইন্ডিয়া স্কিম এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনকে এই সহায়তার প্রসঙ্গে বলতে গিয়ে দেশের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘খেলো ইন্ডিয়া প্রকল্পের একটি পিলার হল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে খেলাধুলার প্রচার করা।’

যুব এবং ক্রীড়া মন্ত্রক বৃহস্পতিবার রাজ্যসভাকে জানিয়েছে যে, সরকারের আর্থিক সহায়তার জন্য প্যারা-স্পোর্টসকে তারা অগ্রাধিকার বিভাগে রেখেছে। এবং প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক এক্সপোজারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করাও হয়েছে।

খেলো ইন্ডিয়া স্কিম এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনকে এই সহায়তার প্রসঙ্গে বলতে গিয়ে দেশের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘খেলো ইন্ডিয়া প্রকল্পের একটি পিলার হল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে খেলাধুলার প্রচার করা।’ 

তিনি আরও বলেন, ‘এছাড়াও জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তা প্রকল্পের অধীনে, দেশের প্যারা-অ্যাথলিটদের জন্য জাতীয় কোচিং ক্যাম্প, বিদেশী এক্সপোজার, জাতীয় চ্যাম্পিয়নশিপ, সরঞ্জাম ক্রয়, কোচ এবং ক্রীড়া কর্মীদের বেতন ইত্যাদির জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে।’

ভারতীয় জনতা পার্টির সাংসদ ব্রিজ লালের প্রশ্নের উত্তরে অনুরাগ ঠাকুর দেশের খেলাধুলার উন্নয়নের জন্য তৈরি করা অন্যান্য প্রকল্পগুলিও তালিকাভুক্ত করেছেন, বিশেষ করে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য। এর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে বিজয়ী এবং তাদের কোচদের জন্য বিশেষ পুরস্কার, জাতীয় ক্রীড়া পুরস্কার, মেধাবী ক্রীড়াবিদদের পেনশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় ক্রীড়া কল্যাণ তহবিল, জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা।

এ ছাড়াও ক্রীড়া মন্ত্রক যোগ করেছে বিশেষ প্রয়োজন ছাড়াও অন্যান্য ক্রীড়াবিদদের মতো সমান ভাবে সমস্ত প্রয়োজনীয় সুবিধা প্যারা-অ্যাথলিটদের প্রদান করা হবে।

বন্ধ করুন