জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করেছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। শনিবার পুরুষদের সিঙ্গলসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে লক্ষ্য কার্যত এক তরফা ভাবেই প্রথম গেম জেতেন। দ্বিতীয় গেমে অবশ্য কর্ডন ধুরে দাঁড়ান। তবে এই সেটটিও বের করে নেন লক্ষ্য। ২১-৮, ২২-২০ ব্যবধানে হারান কেভিন কর্ডনকে। আর এই জয়ের হাত ধরে অলিম্পিক্সের অভিষেকেই নজর কেড়েছিলেন লক্ষ্য। কিন্তু তার পরেই বড় ধাক্কা খান ভারতীয় শাটলার।
তাঁর প্রথম রাউন্ডের এই জয় খারিজ হয়ে গিয়েছে। জানা গিয়েছে যে, কর্ডন কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক্স থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যার জেরে লক্ষ্য সেনের অলিম্পিক্সের প্রথম রাউন্ডের লড়াই বৃথা হয়ে গিয়েছে। কারণ কর্ডনের বিরুদ্ধে লক্ষ্য সেনের এই জয় আর গণণা করা হবে না।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
এখন গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগির বিপক্ষে খেলতে হবে লক্ষ্যকে। এরপর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। এই গ্রুপে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ম্যাচ খেলতে হবে লক্ষ্যকে। যে দু'টি ম্যাচ খুব সহজ হবে না। এই ম্যাচ ২টির উপরই নির্ভর করবে লক্ষ্য সেনের ভাগ্য।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) একটি বিবৃতিতে বলেছে, ‘গুয়েতেমালার পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কেভিন কর্ডন বাম কনুইতে চোটের কারণে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করেছেন। গ্রুপ পর্বের খেলার জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে কর্ডন যে ম্যাচগুলি খেলেছে, সেই সমস্ত খেলার ফলাফল আর বিবেচনা করা হবে না।’
আরও পড়ুন: সাধারণ মানের, জঘন্য… ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক বিতর্কের আগুনে ঘি যোগ জ্বলার
২২ বছর বয়সী ভারতীয় শাটলার এই গ্রুপে একমাত্র খেলোয়াড়, যাঁকে তিনটি ম্যাচ খেলতে হবে। কারণ বাকি দু'জনকে নকআউট পর্বে উঠতে দু'টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। লক্ষ্য সেন সোমবার ক্যারাগির মুখোমুখি হবেন এবং বুধবার তাঁর শেষ গ্রুপ ম্যাচে ক্রিস্টির মুখোমুখি হবেন।
এদিকে মেনস ডাবলসের দ্বিতীয় গ্রুপ ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির লড়াইয়ে নামার কথা ছিল জার্মানির মার্ক ল্যামসফাস ও মার্ভিন সিডেল জুটির বিরুদ্ধে। কিন্তু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নিশ্চিত করেছে যে, মার্ক ল্যামসফাসও চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। তাই জার্মান জুটিকে অলিম্পিক্স থেকে সরে দাঁড়াতে হয়েছে। জার্মান জুটির বিরুদ্ধে গ্রুপের যাবতীয় ম্যাচই বাতিল হয়ে গিয়েছে। তাও চিরাগ এবং সাত্ত্বিককে অন্তত লক্ষ্যের মতো ম্যাচটি খেলতে হয়নি। খেলতে নামাক আগেই বাতিল হয়ে গিয়েছে এই ম্যাচটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।