শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস একেবারে শেষের পথে। শেষের কয়েকদিন আগেই হয়ে গেল মহিলা বিভাগের ব্রেকিং অর্থাৎ ব্রেক ড্যান্সের প্রতিযোগিতা। ঘটনাচক্রে এই বিভাগটি এবারেই অলিম্পিক গেমসে নয়া ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হয়েছে। আর মহিলা বিভাগে ব্রেকিংয়ে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়েছেন জাপানের আমি ইউয়াসা।
সাধারণত এই ব্রেকিং খেলাটি বা ব্রেক ড্যান্সের বিষয়টি শহর কেন্দ্রিক। প্যারিসে মেয়েদের ব্রেকিংয়ের সোনা জিতে ইতিহাস রচনা করেছেন জাপানের 'বি-গার্ল' আমি ইউয়াসা। ঘটনাচক্রে অলিম্পিক্সে ব্রেকিং এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে। গেমসে এবারেই শেষবারের মতো দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই বিভাগটির। তাই এই ইভেন্টে সোনা জিতে ইতিহাসের পাতায় হয়ত নিজের জায়গাটা পাকাপাকিভাবে ধরে রাখতেই পারবেন আমি ইউয়াসা।
আরও পড়ুন:- সপ্তম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্স পদক জিতলেন আমন, বাকিরা কারা?
'ব্রেকড্যান্সিং’ অর্থাৎ ব্রেকিং প্যারিসের প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত হচ্ছে। এখানেই মেয়েদের ইভেন্টে ১৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ফাইনালে লিথুয়ানিয়ার ডমিনিকা ‘নিকা’ বানেভিচ মুখোমুখি হয়েছিলেন জাপানের আমি ইউয়াসার। ডমিনিকাকে হারিয়েই সোনা জিতেছেন আমি ইউয়াসা। পাশাপাশি এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন চীনের লিউ ‘৬৭১’ কিনগাই।
আমির বয়স মাত্র ২৫ বছর। আর এই বয়সেই জাপানকে সম্পূর্ণ অজানা, অচেনা একটা খেলা থেকে সোনা এনে দিয়েছেন আমি। সোনা জয়ের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। আমি জানিয়েছেন, ‘আমি নিজের স্টাইলে মনোযোগ দিয়েছি। ফলে গেমসের ফাইনালে আমি নিজেকে মেলে ধরেছি। নিজেকে উপস্থাপন করে বিশ্বকে বুঝিয়েছি ব্রেকিং কী। আর সেই কারণেই শেষ হাসিটা হেসে সোনাটা আমি জিততে পেরেছি।'
শনিবার ১০ অগস্ট রয়েছে ব্রেকিংয়ে ছেলেদের ফাইনাল। প্রসঙ্গত ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে ইতিমধ্যেই এই বিভাগটি বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অলিম্পিকে খেলাতে আর কখনো ব্রেকিং বিভাগটি দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।