শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে। গেমসে ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসেবে তিনি যা করে দেখালেন এই ইভেন্টে সেই নজির নেই আর অন্য কোন ভারতীয় অ্যাথলিটের। প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছে গেলেন অবিনাশ সাবলে। যা হয়ত আশা করেননি তাঁর অতি বড় ভক্তও।
সোমবারের দিন ভারত অল্পের জন্য দুটি পদক পায়নি। সেই হতাশা যেন কিছুটা হলেও কাটিয়ে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজের হিটে পাঁচ নম্বরে থেকে ফাইনালে চলে গিয়েছেন তিনি।
সোমবার স্টাড ডে ফ্রান্সে নয়া ইতিহাস রচনা করেছেন অবিনাশ। ছেলেদের ৩০০০ মিটারের স্টিপলচেজের ফাইনাল অনুষ্ঠিত হবে অগস্ট মাসের ৮ তারিখ। এই এক ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ফাইনাল। এদিন তাঁর রেস শেষ করতে সাবলে সময় নিয়েছেন ৮:১৫.৪৩ মিনিট। প্রতিটি হিট থেকেই পাঁচ জন করে প্রতিযোগী গিয়েছেন ফাইনালে। অর্থাৎ মোট দশজন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে।
আরও পড়ুন:- Paris Olympics Badminton: ব্যাডমিন্টন অভিযান শেষ ভারতের, কেমন খেললেন সিন্ধুরা?
এদিন রেসে শুরুটা বেশ ভালো করেছিলেন সাবলে। প্রথম থেকে লিড নেন তিনি। প্রথম দুই থেকে আড়াই মিনিট তিনি এগিয়ে ছিলেন। এরপরেই অবশ্য খেলা ঘুরে যায়। খেলা ঘুরিয়ে দেন কেনিয়ার আব্রাহাম কিয়োট এবং ইথিওপিয়ার স্যামুয়েল ফিরেউ।
রেসে ঠিক মাঝামাঝি সময়ে ভারতীয় স্টিপলচেজারকে পিছনে ফেলেন জাপানের রিয়ুজি মিয়ুরা। এই সময়ে সাবলে ছিলেন চতুর্থ স্থানে। ছয় মিনিটের পরে সাবলে দারুণ কামব্যাক করেন। তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু জলের ঝাঁপ দিয়ে যে জায়গায় দৌড়াতে হত সেই জায়গায় তিনি পিছিয়ে পড়েন। চলে আসেন পঞ্চম স্থানে।
কিছুক্ষণ পরেই তিনি ফিরে আসেন তৃতীয় স্থানে। সাড়ে সাত মিনিটের মাথায় ফের অবিনাশ সাবলে পঞ্চম স্থানে পিছিয়ে পড়েন। ওই স্থান ধরে রেখেই তিনি ঐতিহাসিক ফাইনালে প্রবেশ নিশ্চিত করেছেন। ঘটনাচক্রে ২০২০ টোকিও অলিম্পিক গেমসে ফাইনালে পৌঁছাতে পারেননি। তিনি সেবার সপ্তম স্থানে শেষ করেছিলেন তাঁর হিটে। তবে যারা কোয়ালিফাই করতে পারেননি তাদের মধ্যে দ্রুততম ছিলেন তিনি। এই ইভেন্টে ভারতের জাতীয় রেকর্ডধারী তিনি।
এই বছরেই জুলাইতে প্যারিস ডায়মন্ড লিগে তিনি তিনি দৌড় শেষ করেছিলেন ৮:০৯.৯১ মিনিটে। ৮:১৫.০০ মিনিটের যে যোগ্যতামান ছিল তা অর্জন করেই প্যারিস গেমসের টিকিট নিশ্চিত করেছিলেন অবিনাশ সাবলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।