শুভব্রত মুখার্জি:- আগামী জুলাই মাস থেকেই শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ অলিম্পিক গেমস। এবারের গেমসের আয়োজক প্যারিস। এই গেমস চলবে অগস্ট মাস পর্যন্ত। সেই গেমসের টেবিল টেনিসে তাদের দল ঘোষণা করল ভারত। এই প্রথমবার অলিম্পিক গেমসে টেবিল টেনিসে দলগত বিভাগের পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই কোয়ালিফাই করেছে ভারত। এদিন উভয় বিভাগেই দল ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তারকা প্যাডলার অচিন্ত্য শরথ কমল। অন্যদিকে মহিলা বিভাগকে নেতৃত্ব দেবেন আরেক তারকা প্যাডলার মনিকা বাত্রা।
আরও পড়ুন… IPL 2024: RCB vs CSK ম্যাচে ধোনিকে কি অন্য ভূমিকায় দেখা যাবে? হঠাৎ কেন নেটে বোলিং অনুশীলন করলেন মাহি
ঘটনাচক্রে টেবিল টেনিসে দলগত বিভাগে অলিম্পিক গেমসে এবার অভিষেক হবে ভারতের। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় টেবিল টেনিসের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের গেমস। বৃহস্পতিবার টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে বসা হয়েছিল এই আসন্ন গেমসের দল নির্বাচন নিয়েই। বৃহস্পতিবার তাদের তরফে ছয় সদস্যকে নির্বাচন করা হয়েছে। পুরুষ এবং মহিলা বিভাগে মোট তিনজন করে ছয়জন সদস্যকে বাছা হয়েছে। পাশাপাশি সিঙ্গেলস বিভাগেও ভারতের হয়ে প্রতিযোগিতা করবেন যে সব প্যাডলার তাদের নামও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন… ভিডিয়ো: IPL 2024-এ RCB vs CSK ম্যাচের আগে কোহলিদের সাজঘরে ধোনি! মাহিকে দেখে কী করল বেঙ্গালুরু শিবির
পুরুষদের যে দল গঠন করা হয়েছে তাতে রয়েছেন শরথ কমল, হারমিত দেশাই এবং মানব ঠাক্কার। মহিলা দলে রয়েছেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাত। দুই বিভাগেই একজন করে পরিবর্ত প্যাডলার রাখা হয়েছে। পুরুষ বিভাগে রয়েছেন জি সাথিয়ান। মহিলা বিভাগে রয়েছেন ঐহিকা মুখার্জি। কোন প্যাডলারের চোট লাগলে বা কোচ চাইলে তাদের পরিবর্তে খেলানো হতে পারে পরিবর্ত প্যাডলারদের। পুরুষদের সিঙ্গেলস বিভাগে লড়াই করবেন শরথ কমল এবং হারমিত দেশাই।
আরও পড়ুন… UEFA EURO 2024: ২৭ জনের দল ঘোষণা করল জার্মানি, টনি ক্রুস থাকলেও টিমে নেই ম্যাটস হুমেলস
মহিলা সিঙ্গেলসে লড়াই করবেন মনিকা বাত্রা এবং সৃজা আকুলা। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান সময়ে প্যাডলারদের বিশ্ব ক্রমতালিকায় অবস্থান দেখার পরেই। ৪১ বছর বয়সি শরথ কমলের এটি পঞ্চম এবং নিঃসন্দেহে শেষ অলিম্পিক গেমস। ভারতীয় দলের দায়িত্ব কয়েকদিনের মধ্যেই নিতে চলেছেন মাসিমো কনস্টানটিনি। এদিন বৈঠকে তিনি ও উপস্থিত ছিলেন। দলগঠনে গুরুত্ব পেয়েছে তাঁর মতামত। দলে পরিবর্ত হিসাবে থাকা সাথিয়ান এবং ঐহিকা দলের সঙ্গেই প্যারিস যাবেন। তবে তারা দলের সঙ্গে গেমস ভিলেজে থাকতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।