বাংলা নিউজ > ময়দান > Paris Olympics Marathon: হাল ছাড়তে দেননি দর্শকরা, ম্যারাথনে লাস্ট হয়েও বিপুল অভিবাদন পেলেন ভুটানের লামো- ভিডিয়ো

Paris Olympics Marathon: হাল ছাড়তে দেননি দর্শকরা, ম্যারাথনে লাস্ট হয়েও বিপুল অভিবাদন পেলেন ভুটানের লামো- ভিডিয়ো

ম্যারাথনে লাস্ট হয়েও বিপুল অভিবাদন পেলেন ভুটানের লামো। ছবি- রয়টার্স।

Paris Olympics 2024 Women's Marathon: দর্শকদের বিপুল সমর্থন কিনজ্যাং লামোকে পৌঁছে দেয় ফিনিশিং লাইনে। সোনাজয়ীর থেকে দেড় ঘণ্টা বেশি সময় নেন তিনি। শেষ এক ঘণ্টা একা দৌড়েও হাল ছাড়েননি ভুটানের অ্যাথলিট।

লাস্ট হয়েও দর্শকদের এমন অভিবাদন পাওয়া যায়, প্যারিস অলিম্পিক্সের ম্যারাথনে না নামলে জানতেই পারতেন না ভুটানের কিনজ্যাং লামো। অলিম্পিক গেমসের মাহাত্ম্য বোঝা গেল আরও একবার।

রবিবার প্যারিস অলিম্পিক্সের শেষ দিনে অনুষ্ঠিত হয় মেয়েদের ম্যারাথন দৌড়। ইভেন্টে অংশ নেন মোট ৯১জন অ্যাথলিট। যাঁদের মধ্যে রেস শেষ করেন ৮০ জন। ১১ জন অ্যাথলিট ইভেন্ট শেষই করতে পারেননি।

প্যারিসে মেয়েদের ম্যারাথনে অলিম্পিক্স রেকর্ড গড়ে গোল্ড মেডেল জেতেন নেদারল্যান্ডসের সিফান হাসান। তিনি ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ করেন ইভেন্ট। দ্বিতীয় হয়ে রুপো জেতেন ইথিওপিয়ার আসেফা। তিনি সময় নেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড। অর্থাৎ, চ্যাম্পিয়ন সিফানের থেকে মোটে ৩ সেকেন্ডে পিছিয়ে থাকেন রুপোজয়ী তারকা।

তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ জেতেন কেনিয়ার হেলেন ওবিরি। তিনি সময় নেন ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড। অর্থাৎ, সোনাজয়ী সিফানের থেকে ১৫ সেকেন্ডে পিছিয়ে থাকেন হেলেন। রেস শেষ করার সময়ের নিরিখে এটি তাঁর কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স।

আরও পড়ুন:- Siraj Purchases His Dream Car: বাড়ির জন্য সরকারি জমি পেয়েছেন, মহম্মদ সিরাজ এবার কিনে ফেললেন নিজের 'ড্রিম কার'

মেয়েদের ম্যারাথনে একেবারে শেষে অর্থাৎ, ৮০ নম্বরে রেস শেষ করেন ভুটানের কিনজ্যাং লামো। তিনি ইভেন্ট শেষ করতে সময় নেন ৩ ঘণ্টা ৫২ মিনিট ৫৯ সেকেন্ড। অর্থাৎ, সোনাজয়ী সিফানের থেকে ১ ঘণ্ট ৩০ মিনিট ৪ সেকেন্ড সময় বেশি নেন লামো।

এমনকি ৭৯তম স্থানে থাকা নেপালের শান্তশি শ্রেষ্ঠা প্যারিস অলিম্পিক্সের ম্যারাথন ইভেন্ট শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৫৫ মিনিট ৬ সেকেন্ড। যার অর্থ, সেকেন্ড লাস্ট অ্যাথলিটের থেকেও প্রায় এক ঘণ্টা দেরিতে রেস শেষ করেন ভুটানের কিনজ্যাং লামো। তাঁকে শেষ এক ঘণ্টা দৌড়তে হয় একা।

আরও পড়ুন:- Dravid Plays Gully Cricket: পার্কিং এরিয়ায় NCA-র কর্মীদের সঙ্গে গলি ক্রিকেটে মেতে উঠলেন দ্রাবিড়, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

একের পর এক অ্যাথলিট যখন মাঝপথেই রেস ছেলে বেরিয়ে গিয়েছেন, কিনজ্যাং লামো হাল ছাড়েননি। তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। এক্ষেত্রে তিনি পাশে পেয়ে যান প্যারিসের দর্শকদের। রাস্তার দু'ধারে তো বটেই, এমনকি শেষ কয়েক কিলোমিটারে দর্শকরা সাইকেল চালিয়েও তাঁকে সঙ্গ দেন।

আরও পড়ুন:- Team India Fixtures: ১১১ দিনে ১০টি টেস্ট ও ৩টি T20I, দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের ঠাসা ক্রীড়াসূচি

দর্শকদের চিৎকার ও করতালি এক্ষেত্রে পাথেয় হয় লামোর। একসময় রাস্তার ধারের দর্শকরাও দৌড়তে শুরু করেন তাঁর সঙ্গে। লামো রেস শেষ করার পরে দর্শকদের বিপুল অভিবাদন পান। সকলে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানান। প্যারিস অলিম্পিক্সে পদক জোটেনি। তবে রেসের শেষ মুহূর্তটা লামোর খেলোয়াড় জীবনের সব থেকে বড় পাওনা হিসেবে বিবেচিত হবে নিশ্চিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.