প্যারিস অলিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত ২টি পদক জিতেছে শুটিং থেকে। ২টি ব্রোঞ্জ পদকই এসেছে পিস্তল শুটিং থেকে। তবে বৃহস্পতিবার রাইফেল ইভেন্ট থেকে পদক জিততে পারে ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠে দেশকে পদকের স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নিল কুসালে। এখন দেখার যে, তিনি সেই স্বপ্ন সত্যি করতে পারেন কিনা।
বৃহস্পতিবার গেমসের ষষ্ঠ দিনে অ্যাথলেটিক্সের ২টি মেডেল ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন চারজন ভারতীয় তারকা। ছেলেদের ২০ কিলোমিটার রেস ওয়াকে নামবেন অক্ষদীপ সিং, বিকাশ সিং ও পরমজিৎ সিং। মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে নামবেন প্রিয়াঙ্কা গোস্বামী। চারজনের কেউ প্রথম তিনে শেষ করতে পারলে পদক আসতে পারে ভারতের ঝুলিতে।
শুটিং ও অ্যাথলেটিক্স ছাড়া বৃহস্পতিবার অলিম্পিক্স গেমসে ভারত লড়াই চালাবে ব্যাডমিন্টন, হকি, বক্সিং, সেইলিং, গলফ ও তিরন্দাজিতে।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে (১ অগস্ট) ভারতের সূচি
বেলা ১১টা: অ্যাথলেটিক্সে ছেলেদের ২০ কিলোমিটার রেস ওয়াকে নামবেন অক্ষদীপ সিং, বিকাশ সিং ও পরমজিৎ সিং।
বেলা ১২টা: ব্যাডমিন্টনে মেনস সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে নামবেন লক্ষ্য সেন।
বেলা ১২টা ৩০ মিনিট: গলফের মেনস ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার।
বেলা ১২টা ৫০ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে নামবেন প্রিয়াঙ্কা গোস্বামী।
দুপুর ১টা: শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে নামবেন স্বপ্নিল কুসালে।
দুপুর ১টা ৩০ মিনিট: ছেলেদের হকির পুল-বি'র ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
দুপুর ২টো ৩০ মিনিট: বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন নিখাত জারিন।
দুপুর ২টো ৩১ মিনিট: তিরন্দাজির ছেলেদের ব্যক্তিগত বিভাগের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে নামবেন প্রবীণ যাদব।
দুপুর ৩টে ৩০ মিনিট: শুটিংয়ে মেয়েদের ৫০ মিটার রাইফের থ্রি পজিশনের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন সিফত কৌর সামরা ও অঞ্জুম মৌদগিল।
দুপুর ৩টে ৪৫ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ১ ও ২-এ নামবেন বিষ্ণু সর্বানন।
বিকাল ৪টে ৩০ মিনিট: ব্যাডমিন্টনে মেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে নামবেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
সন্ধ্যা ৭টা ৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ১ ও ২-এ নামবেন নেত্র কুমানন।
রাত ১০ টা: ব্যাডমিন্টনে উইমেন্স সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে নামবেন পিভি সিন্ধু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।