রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই পদকের খাতা খুলে ফেলে ভারত। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন মনু ভাকের। সোমবার শুটিং থেকে একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। ছেলে ও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের লড়াইয়ে নামবেন অর্জুন বাবুটা ও রমিতা জিন্দল।
সোমবার পদক আসতে পারে তিরন্দাজির ছেলেদের দলগত বিভাগ থেকেও। গেমসের তৃতীয় দিনে ভারত লড়াই চালাবে শুটিং, ব্যাডমিন্টন, হকি, তিরন্দাজি ও টেবিল টেনিসে। রবিবার ভারতকে পদক দেওয়া মনু সোমবারও নামছেন মিক্সড টিম ইভেন্টে।
সোমবার প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনে (২৯ জুলাই) ভারতের সূচি
শুটিং:-
বেলা ১২টা ৪৫ মিনিট: ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন মনু ভাকের-সরবজ্যোৎ সিং ও রিদিম সাঙ্গওয়ান-অর্জুন চিমা জুটি। যোগ্যতা অর্জন পর্বের শেষে প্রথম চারটি দল ফাইনালে উঠবে। প্রথম ও দ্বিতীয় দল লড়বে সোনা ও রুপোর জন্য। তিন ও চার নম্বর দল খেলবে ব্রোঞ্জ পদকের জন্য।
দুপুর ১টা: ছেলেদের ট্র্য়াপ ইভেন্টের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন পৃথ্বীরাজ টোন্ডাইমান।
দুপুর ১টা: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে নামবেন রমিতা জিন্দল।
দুপুর ৩টে ৩০ মিনিট: ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে নামবেন অর্জুন বাবুটা।
ব্যাডমিন্টন:-
বেলা ১২টা: মেনস ডাবলসের দ্বিতীয় গ্রুপ ম্যাচে সত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি লড়াইয়ে নামবেন জার্মানির মার্ক ল্যামসফাস ও মার্ভিন সিডেল জুটির বিরুদ্ধে।
বেলা ১২টা ৫০-এর আগে নয়: উইমেন্স ডাবলসের গ্রুপ ম্যাচে অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো জুটি লড়াইয়ে নামবেন জাপানের নামি মাৎসুয়ামা ও চিহারু শিদা জুটির বিরুদ্ধে।
বিকাল ৫টা ৩০ মিনিট: মেনস সিঙ্গলসের গ্রুপ ম্যাচে লক্ষ্য সেন লড়াইয়ে নামবেন বেলজিয়ামের জুলিয়েন ক্যারেগ্গির বিরুদ্ধে।
হকি:-
বিকাল ৪টে ১৫ মিনিট: ছেলেদের পুল-বি'র ম্যাচে ভারত লড়াইয়ে নামবে আর্জেন্তিনার বিরুদ্ধে।
তিরন্দাজি:-
বিকাল ৫টা ৪৫ থেকে শুরু: ছেলেদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবে ভারত। এই ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ধীরাজ বোম্মাদেবারা, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। জিতলে মেডেল রাউন্ডে প্রবেশ করবে ভারত।
টেবিল টেনিস:-
রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু: উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে শ্রীজা আকুলার লড়াই সিঙ্গাপুরের জেং জিয়ানের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।