নিজের প্রথম ২টি শুটিং ইভেন্ট থেকেই ভারতকে পদক এনে দিয়েছেন মনু ভাকের। তৃতীয় ইভেন্টেরও ফাইনালে উঠেছেন তিনি। শনিবার প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে পারেন মনু। গেমসের অষ্টম দিনে তিনি নামবেন মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে।
শনিবার ভারতের ঝুলিতে পদক আসতে পারে তিরন্দাজি থেকেও। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে মেডেলের জন্য দেশবাসী তাকিয়ে দীপিকা কুমারী, ভজন কৌরদের দিকে। তাছাড়া শুটিংয়ে ছেলেদের স্কিট ইভেন্টের ফাইনালও রয়েছে শনিবার। এছাড়া অষ্টম দিনে ভারত লড়াই চালাবে গলফ, সেইলিং ও বক্সিংয়ে। সব মিলিয়ে শনিবার প্যারিস অলিম্পিক্স থেকে একাধিক পদকের আশায় ভারতীয় শিবির।
শনিবার প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে (৩ অগস্ট) ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে ছেলেদের স্কিট ইভেন্টের দ্বিতীয় দিনের যোগ্যতা অর্জন পর্বে নামবেন অনন্তজিৎ সিং।
বেলা ১২টা ৩০ মিনিট: গলফের মেনস ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র তৃতীয় রাউন্ডে নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার।
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে মেয়েদের স্কিট ইভেন্টের প্রথম দিনের যোগ্যতা অর্জন পর্বে নামবেন মহেশ্বরী চৌহান ও রাইজা ধিলোঁ।
আরও পড়ুন:- Paris Olympics: হকিতে দুরন্ত ছন্দে ভারত, লিগের ৫ ম্যাচে কেমন খেললেন হরমনপ্রীতরা?
দুপুর ১টা: শুটিংয়ে মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকের।
দুপুর ১টা ৫২ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন দীপিকা কুমারী।
দুপুর ২টো ৫ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন ভজন কৌর।
দুপুর ৩টে ৪৫ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ৫ ও ৬-এ নামবেন বিষ্ণু সর্বানন।
বিকাল ৪টা ৫৬ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
বিকাল ৫টা ৩৫ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের সেমিফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
বিকাল ৫টা ৫৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ৫ ও ৬-এ নামবেন নেত্র কুমানন।
সন্ধ্যা ৬টা ৩ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচ (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
সন্ধ্যা ৬টা ১৬ মিনিট: তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত বিভাগের গোল্ড মেডেল ম্যাচ (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
সন্ধ্যা ৭টা: শুটিংয়ে ছেলেদের স্কিট ইভেন্টের ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
রাত ১১টা ৫ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের শট পাটের ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
রাত ১২টা ১৮ মিনিট: বক্সিংয়ে ছেলেদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন নিশান্ত দেব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।