প্যারিস অলিম্পিক গেমসের ৯ দিন অতিক্রান্ত। ভারতের ঝুলিতে রয়েছে আপাতত ৩টি পদক। সেই তিনটি পদকই এসেছে শুটিং থেকে। সোমবার শুটিংয়ের শেষ ইভেন্টে নামছে ভারত। স্কিটের মিক্সড টিম ইভেন্টে ভারতের হয়ে লড়াই চালাবেন অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান। পদক আসতে পারে সেই ইভেন্ট থেকে।
তবে সোমবার ভারতের নজর থাকবে লক্ষ্য সেনের দিকে। কেননা তিনি গেমসের দশম দিনে ব্রোঞ্জ মেডেল ম্যাচে কোর্টে নামবেন। লক্ষ্য এই ম্যাচ জিতলে ইতিহাস গড়বেন। ছেলেদের ব্যাডমিন্টনে ভারতের আর কেউ কখনও যা করে দেখাতে পারেননি, তেমনই কৃতিত্ব অর্জন করবেন ২২ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারত সোমবার প্যারিসে কুস্তি অভিযান শুরু করছে। ফ্রি-স্টাইল কুস্তিতে ভারত বরাবর শক্ত ঠাঁই। শুটিং, ব্যাডমিন্টন ও ফ্রি-স্টাইল কুস্তি ছাড়াও সোমবার প্যারিস অলিম্পিক গেমসের দশম দিনে ভারতীয় তারকারা লড়াই চালাবেন সেইলিং, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সে।
সোমবার প্যারিস অলিম্পিক্সের দশম দিনে (৫ অগস্ট) ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে স্কিটের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামছেন অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান।
দুপুর ১টা ৩০ মিনিট: টেবিল টেনিসে মেয়েদের দলগত বিভাদের কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার বিরুদ্ধে নামবে ভারত।
দুপুর ৩টা ২৫ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ৪০০ মিটারের প্রথম রাউন্ডে নামবেন কিরণ পাহাল।
দুপুর ৩টা ৪৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ৯ ও ১০-এ নামবেন নেত্র কুমানন।
সন্ধ্যা ৬টা: ব্যাডমিন্টনে মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামবেন লক্ষ্য সেন।
সন্ধ্যা ৬টা ১০ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ৯ ও ১০-এ নামবেন বিষ্ণু সর্বানন।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: শুটিংয়ে স্কিটের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ ও গোল্ড মেডেল ম্যাচ (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন নিশা দাহিয়া।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
রাত ১০টা ৩৪ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের ৩০০০ মিটার স্টিপলচেজের প্রথম রাউন্ডে নামবেন অবিনাশ সাবল।
রাত ১টা ১০ মিনিট থেকে শুরু: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের সেমি ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।