সোমবার প্যারিস অলিম্পিক্স গেমস থেকে একজোড়া পদক জয়ের সম্ভাবনা ছিল ভারতের। তবে অল্পের জন্য ২টি ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় ভারতের। ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান লক্ষ্য সেন। শুটিংয়ে স্কিটের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হন অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান।
মঙ্গলবার প্যারিস অলিম্পিক গেমসে ভারতের দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মঙ্গলবার লড়াইয়ে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নীরজের সঙ্গী হবেন কিশোর জেনা।
এছাড়া মঙ্গলবার হকি থেকে মেডেল নিশ্চিত করতে পারে ভারত। ছেলেদের হকির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জার্মানি। টোকিও অলিম্পিক্সে এই জার্মানিকে হারিয়েই ব্রোঞ্জ পজক জিতেছিল ভারত। মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে জয় পেলে অবশ্য অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের। এছাড়া মঙ্গলবার কুস্তির ম্যাটে নামছেন ভিনেশ ফোগট।
মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সের একাদশতম দিনে (৬ অগস্ট) ভারতের সূচি
দুপুর ১টা ৩০ মিনিট: টেবিল টেনিসে ছেলেদের দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের বিরুদ্ধে নামবে ভারত।
দুপুর ১টা ৫০ মিনিট থেকে: অ্যাথলেটিক্সে ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে নামবেন নীরজ চোপড়া ও কিশোর জেনা।
দুপুর ২টো ৩০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের রেপেচেজ (নিশা যদি যোগ্যতা অর্জন করেন)।
দুপুর ২টো ৫০ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ৪০০ মিটারের রেপেচেজ রাউন্ডে নামবেন কিরণ পাহাল।
দুপুর ৩টে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন ভিনেশ ফোগট।
বিকাট ৪টে ২০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (ভিনেশ যদি যোগ্যতা অর্জন করেন)।
সন্ধ্যা ৬টা ১৩ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেসের মেডেল ম্য়াচ (নেত্র কুমানন যদি যোগ্যতা অর্জন করেন)।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেসের মেডেল ম্য়াচ (বিষ্ণু সর্বানন যদি যোগ্যতা অর্জন করেন)।
রাত ১০টা ২৫ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের সেমিফাইনাল (ভিনেশ যদি যোগ্যতা অর্জন করেন)।
রাত ১০টা ৩০ মিনিট: ছেলেদের হকির সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত।
রাত ১২টা ২০ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচ (নিশা যদি যোগ্যতা অর্জন করেন)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।