মঙ্গলবার প্যারিস অলিম্পিক্স থেকে কোনও পদক আসেনি ভারতের ঝুলিতে। তবে একাধিক পদক সম্ভাবনা তৈরি হয়। নীরজ চোপড়া প্রত্যাশা মতোই জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে ওঠেন। মেয়েদের কুস্তিতে পদক সম্ভাবনা তৈরি করেছেন ভিনেশ ফোগট।
তবে বুধবার ভারত প্যারিস অলিম্পিক্স থেকে একাধিক পদক জিততে পারে। কুস্তি থেকে ভারতকে পদক এনে দিতে পারেন ভিনেশ। তাঁর মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে গেমসের ১২তম দিনে। তাছাড়া বুধবার প্যারিস অলিম্পিক্সে লড়াইয়ে নামছেন মীরাবাই চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি তিনি। চানু টোকিও অলিম্পিক্সে রুপো জেতেন। প্যারিসে নিশ্চিতভাবেই পদকের রং বদলাতে মরিয়া থাকবেন তিনি।
এছাড়া গভীর রাতে অ্যাথলেটিক্স থেকেও পদক আসতে পারে ভারতের ঘরে। কেননা ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে নামবেন অবিনাশ সাবলে। অ্যাথলেটিক্সের একাধিক ইভেন্ট ছাড়াও ভারত বুধবার প্যারিসে লড়াই চালাবে গলফ ও টেবিল টেনিসে।
বুধবার প্যারিস অলিম্পিক্সের ১২তম দিনে (৭ অগস্ট) ভারতের সূচি
বেলা ১১টা: অ্যাথলেটিক্সে ম্য়ারাথন রেস ওয়াকিং মিক্সড রিলেতে নামবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও সুরজ পানওয়ার।
বেলা ১২টা ৩০ মিনিট: গলফে উইমেন্স ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর।
দুপুর ১টা ৩০ মিনিট: টেবিল টেনিসের উইমেন্স টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারতীয় দল।
দুপুর ১টা ৩৫ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের হাই জাম্পের যোগ্যতা অর্জন পর্বের লড়াই সর্বেশ কুশারের।
দুপুর ১টা ৫৫ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে নামবেন অন্নু রানি।
দুপুর ২টো ৯ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটার হার্ডলসের হিটে নামবেন জ্যোতি ইয়াররাজি।
দুপুর ৩টে থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন অন্তিম পাংঘাল।
বিকাল ৪টে ২০ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (অন্তিম পাংঘাল যোগ্যতা অর্জন করলে)।
রাত ১০টা ২৫ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগের সেমিফাইনাল (অন্তিম পাংঘাল যোগ্যতা অর্জন করলে)।
রাত ১০টা ৪৫ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের ট্রিপল জাম্পের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন আবদুল্লা আবুবাকের ও প্রবীল চিথরাভেল।
রাত ১১টা: ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে নামবেন মীরাবাই চানু।
রাত ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভিনেশ ফোগট।
রাত ১টা ১৩ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে নামবেন অবিনাশ সাবলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।