বুধবার প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগটের হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তবে বৃহস্পতিবার অঘটন না ঘটলে ভারতের ঝুলিতে মেডেল আসছেই বলে ধরে নেওয়া যায়। কেননা লক্ষ্মীবারে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ প্যারিসের যোগ্যতা অর্জন পর্বে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। নিজের প্রথম থ্রোয়েই তিনি সবার থেকে ভালো পারফর্ম্যান্স মেলে ধরেন। সুতরাং, ফাইনালে তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়েছে চরমে।
অন্যদিকে বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক গেমসের ১৩তম দিনে ভারতের হকি দল ব্রোঞ্জ মেডেল ম্যাচে মাঠে নামছে স্পেনের বিরুদ্ধে। টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদক এনেছিলেন শ্রীজেশরা। এবার অল্পের জন্য ফাইনালের টিকিট হাতছাড়া হয়েছে ভারতের। তবে ব্রোঞ্জ মেডেল জয়ের বিষয়ে আশাবাদী দেখাচ্ছে হরমনপ্রীত সিংদের।
বৃহস্পতিবার কুস্তির ২টি ইভেন্টে লড়াই চালাবেন দুই ভারতীয় তারকা। কুস্তিতে ভারত বরাবর শক্ত ঠাঁই। তাই ১৩তম দিনে কুস্তি থেকেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। এছাড়া বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক গেমসে ভারত লড়াই চালাবে গলফ ও অ্যাথলেটিক্সে।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের ১৩তম দিনে (৮ অগস্ট) ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: গলফে উইমেন্স ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর।
দুপুর ২টো ৫ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটার হার্ডলসের রেপেচেজ রাউন্ডে নামবেন জ্যোতি ইয়াররাজি।
দুপুর ২টো ৩০ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন অংশু মালিক। কোয়ার্টার ফাইনাল হবে এর পরেই (যদি অংশু যোগ্যতা অর্জন করতে পারেন)।
দুপুর ২টো ৩০ মিনিট থেকে: ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন আমন শেরাওয়াত। কোয়ার্টার ফাইনাল হবে এর পরেই (যদি আমন যোগ্যতা অর্জন করতে পারেন)।
বিকাল ৫টা ৩০ মিনিট: ছেলদের হকির ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত।
রাত ৯টা ৪৫ মিনিট থেকে: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনাল (যদি অংশু যোগ্যতা অর্জন করতে পারেন)।
রাত ৯টা ৪৫ মিনিট থেকে: ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনাল (যদি আমন যোগ্যতা অর্জন করতে পারেন)।
রাত ১১টা ৫৫ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলদের জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে নামবেন নীরজ চোপড়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।