২৬ জুলাই প্যারিস অলিম্পিক্সের অনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রথম দিনের খেলা শুরু হবে ২৭ জুলাই অর্থাৎ, শনিবার। প্রথম দিনে ভারত লড়াইয়ে নামবে রোয়িং, শুটিং, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, হকি ও বক্সিংয়ে। তবে প্রথম দিনে একমাত্র শুটিং থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।
শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্ব ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে শনিবার। এই ইভেন্টে ভারতের ২টি জুটি অংশ নিচ্ছে। সন্দীপ সিং-এলাভেনিল ভালারিভান ও অর্জুন বাবুতা-রমিতা জিন্দাল জুটির হাত ধরে প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনে পদকের স্বপ্ন দেখছে ভারত। বাকি ইভেন্টগুলির সবই হয় যোগ্যতা অর্জন পর্বের নতুবা গ্রুপ লিগের লড়াই।
প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনে (২৭ জুলাই) ভারতের সূচি
রোয়িং:-
বেলা ১২টা ৩০: মেনস সিঙ্গলস স্কালসের হিটে নামছেন বলরাজ পানওয়ার।
শুটিং:-
বেলা ১২টা ৩০ মিনিট: ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের কোয়ালিফায়ারে নামছেন সন্দীপ সিং-এলাভেনিল ভালারিভান ও অর্জুন বাবুতা-রমিতা জিন্দাল জুটি।
দুপুর ২টো: ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের ফাইনাল। যদি কোনও ভারতীয় জুটি ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে এই ইভেন্টে দেখা যাবে তাঁদের।
দুপুর ২টো: ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন অর্জুন সিং চিমা ও সরবজ্যোৎ সিং।
বিকাল ৪টে: মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামবেন মনু ভাকের ও রিদিম সাঙ্গওয়ান।
টেনিস:-
দুপুর ৩টে ৩০ মিনিট: মেনস ডাবলসের প্রথম রাউন্ডে রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজি জুটির লড়াই ফ্রান্সের এডুয়ার্দো রজার-ভাসেলিন ও ফ্যাবিয়েন রিবোল জুটির বিরুদ্ধে।
ব্যাডমিন্টন:-
সন্ধ্যা ৭টা ১০ মিনিট: মেনস সিঙ্গলসের গ্রুপ ম্যাচে লক্ষ্য সেনের লড়াই গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে।
রাত ৮টা: মেনস ডাবলসের গ্রুপ ম্যাচে সত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির লড়াই ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবার জুটির বিরুদ্ধে।
রাত ১১টা ৫০ মিনিট: উইমেন্স ডাবলসের গ্রুপ ম্যাচে অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো জুটির লড়াই কোরিয়ার কিম সো ইয়ং ও কং হি ইয়ং জুটির বিরুদ্ধে।
টেবিল টেনিস:-
সন্ধ্যা ৭টা ১৫ মিনিট: মেনস সিঙ্গলসের প্রিলিমিনারি রাউন্ডে হরমীত দেশাইয়ের লড়াই জর্ডনের জাইদ আবো ইয়ামানের বিরুদ্ধে।
হকি:-
রাত ৯টা: ছেলেদের পুল-বি'র ম্যাচে ভারতের লড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
বক্সিং:-
রাত ১২টা ২ মিনিট: মেয়েদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ারের রাউন্ড অফ-৩২'এর লড়াই ভিয়েতনামের থি কিম আন ভো-র বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।