শুভব্রত মুখার্জি:- চলতি প্যারিস অলিম্পিক গেমসে শুক্রবার দিনটি মোটের উপর ভালোই কেটেছে ভারতের। ভারত যদিও এইদিন কোন পদক পায়নি। তবে আর্চারির মিক্সড ইভেন্টে ভারতীয় দল ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে যায়।
হকিতে পুরুষ বিভাগে ভারতীয় দল ৫২ বছর বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলিম্পিক গেমসে ম্যাচ জয়ের স্বাদ পায়। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন ভারতের হয়ে চলতি গেমসেই জোড়া পদকজয়ী মনু ভাকের।
তবে এতসবের মধ্যে ও টুকরো টুকরো খারাপ খবর তো রয়েই গিয়েছে। আর এই রকম একটি খারাপ খবর এসেছে জুডোর ম্যাট থেকে। যেখানে প্যারিসে শেষ হয়ে গিয়েছে ভারতের অভিযান। ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তুলিকা মান। তিনি এদিন হেরে গিয়েছেন। ফলে শেষ হয়ে গিয়েছে ভারতের অভিযান।
শুক্রবার প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের ৭৮ কেজি বিভাগে নেমেছিলেন তুলিকা মান। চ্যাম্প ডে মার্স এরিনাতে বসেছে এবারের জুডোর আসর। প্রথম রাউন্ডে তুলিকা মুখোমুখি হয়েছিলেন কিউবার আইডিলিস ওর্টিজের। যিনি আবার ঘটনাচক্রে ২০১২ সালের লন্ডন গেমসের চ্যাম্পিয়ন। ম্যাচে ভারতীয় জুডোকা সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পারেননি। ম্যাচে ১০-০ ফলে হারতে হয়েছে ভারতীয় জুডোকা তুলিকা মানকে। ইপন নিয়মে তুলিকার বিরুদ্ধে এদিন জয়ী হন আইডিলিস।
আরও পড়ুন:- Paris Olympics: হকিতে দুরন্ত ছন্দে ভারত, লিগের ৫ ম্যাচে কেমন খেললেন হরমনপ্রীতরা?
জুডোতে ইপন বলে একটি নিয়ম রয়েছে। যাতে একটি বাউটের জয়ী ঘোষণা করা যায়। যখন একজন জুডোকা অপর জুডোকাকে গতিতে এবং জোরের সঙ্গে ধরে ম্যাটে আছড়ে ফেলেন তখন এই পদ্ধতিতে কাউকে জয়ী ঘোষণা করা যায়। পাশাপাশি কোনও প্রতিপক্ষকে যদি এমনভাবে গ্রিপে রাখা যায় যাতে তিনি ২০ সেকেন্ড নড়াচড়া করতে না পারেন, তখনও এই ইপনের ব্যবহার করা হয়।
পাশাপাশি যদি প্রতিপক্ষ জুডোকা মেনে নেন হার তখনও এই পদ্ধতি ব্যবহার করা হয়। ওর্টিজের অলিম্পিক গেমসের রেকর্ড খুব ভালো। তাঁর দখলে রয়েছে দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ। পাশাপাশি ২০১২ সালে সোনা পেয়েছিলেন তিনি। এদিন তাঁর বিরুদ্ধেই হেরে প্যারিস অলিম্পিক গেমস থেকে ছিটকে গেলেন তুলিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।