শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের হকির আসর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই খেলা শুরু হয়ে গেছে। ভারতীয় দল এবার পুরুষ বিভাগে থাকলেও তারা মহিলা বিভাগে কোয়ালিফাই করতে পারেনি।
পুরুষ বিভাগে ভারতীয় দল গতবার টোকিও গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল। ফলে এবার আশা রয়েছে ভারতীয় দল তাদের পদকের রঙ পরিবর্তন করতে পারবে। তবে প্যারিস অলিম্পিক গেমসে তাদের শুরুটা ভালো হয়নি একেবারেই। নিজেদের গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই করে একেবারে শেষ মুহূর্তে জিততে হয়েছে তাদের।
ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া, আর্জেন্তিনার মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জয় ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মত ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশের। এইবারেই তাঁর শেষ অলিম্পিক গেমসে খেলা শ্রীজেশ জানিয়েছেন এই ম্যাচটা ভারতের কাছে অনেকটা 'সতর্কবার্তার' মতো।
ম্যাচে একেবারে শেষ মুহূর্তে ৩-২ গোলে জয় পেয়েছে ভারত। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং মাথা ঠান্ডা করে গোল না করলে এই ম্যাচ থেকে ভারতীয় দলের ৩ পয়েন্ট নিয়ে ফেরা কঠিন ছিল। ম্যাচ শেষে শ্রীজেশ জানিয়েছেন, ‘অলিম্পিক গেমসের প্রথম ম্যাচটা কখনও সহজ হয় না। অনেক নার্ভের ব্যাপার থাকে। তবে প্রথম ম্যাচে জয় সেই নার্ভকে সেটেল করে দেয়। নিউজিল্যান্ড কিন্তু মোটেও সহজ দল নয়। ফলে তাদের বিরুদ্ধে জয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, 'আমরা কিছু ছোট ছোট ভুল করেছি ম্যাচে। পাশাপাশি বেশ কিছু ভালো কাজও করেছি। দলের জন্য এটা 'ওয়েক আপ কল' ছিল। আমাদের কাছে একটা সতর্কবার্তার মতো। দিন শেষে আমরা তিন পয়েন্ট পেয়েছি। আর সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা ওদেরকে সুযোগ করে দিয়েছি ম্যাচে ফিরে আসার। আর ওরা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। শেষ কয়েকটা মিনিট বেশ কঠিন ছিল ম্যাচটা। কিন্তু হকি এইরকম খেলা। এখানে শেষ মুহূর্ত পর্যন্ত মনোসংযোগ ধরে রাখতে হয়।না হলেই বিপদ। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টেনশন সবসময়ে থেকেই যায়।'
ভারতের হেড কোচ ফুলটন জানিয়েছেন, 'এই পর্যায়ে কোনও ম্যাচ সহজ হবে না। আমাদের সেটা ধরে নিয়েই এগোতে হবে। আধুনিক হকিতে সমস্ত দলের শক্তি খুব কাছাকাছি। ফারাক ১৯-২০'এর। তাই এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে আমি মনে করি। আমরা একটা পরিকল্পনা করে নেমেছিলাম। আমরা সেটা ধরে রেখেছি। আর সেটা ধরে রেখেই বাজিমাত করেছি। আমরা হয়ত আরও কিছুটা আক্রমণাত্মক খেলতে পারতাম। তবে সবেতো প্রথম ম্যাচ হল। প্রতিটা দলের জন্য আমাদের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটাও বলব নিউজিল্যান্ড দল খুব কঠিন প্রতিপক্ষ। ম্যাচে সেটা ওরা বুঝিয়ে দিয়েছে। দিনের শেষে আমরা জিতেছি এতেই আমি খুশি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।