শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমস শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা মাস। জুলাই মাস থেকেই শুরু হবে এই গেমস। এই গেমসে ভারত যে যে বিভাগ থেকে পদক জিতবে বলে আশা করা হচ্ছে, তার মধ্যে অন্যতম ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেনের মতন তারকারা তো রয়েছেন সিঙ্গেলস বিভাগে, অন্যদিকে ডাবলস বিভাগে রয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও। এমন অবস্থায় ব্যাডমিন্টন তারকাদের স্পেশাল সাপোর্ট দেওয়ার বিষয়ে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে। যা খুশির তো বটেই, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর বলা যায়। লক্ষ্য সেন, পিভি সিন্ধুকে আলাদা করে ট্রেনিং সাপোর্ট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনে করছে, আসন্ন প্যারিস গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দুই দাবিদার হয়ে উঠতে পারেন এই দুই শাটলার।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের যে ‘মিশন অলিম্পিক সেল’ রয়েছে, তারা ইতিমধ্যেই এই দুই শাটলারকে টাকা অনুমোদন করে দিয়েছে, যাতে তাঁরা ওই টাকা খরচ করে বিদেশে বিশেষ অনুশীলন করতে পারেন। বিশেষ ভাবে তৈরি হতে পারেন। ফ্রান্সের মার্সেইতে অনুশীলন করবেন লক্ষ্য। ১২ দিনের অনুশীলন করবেন তিনি। হ্যালে ডেস স্পোর্টস প্যারিস মেনে হবে এই ১২দিনের শিবির। যেখানে থাকবেন লক্ষ্যর কোচ, তাঁর সাপোর্ট স্টাফও। ৮-২১ জুলাই হবে এই ১২ দিনের প্রোগ্রাম। তবে সিন্ধু প্যারিসে অনুশীলন করবেন না। তিনি যাচ্ছেন জার্মানিতে।
আরও পড়ুন: আমারও বয়স হচ্ছে- IPL-এ নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কী ইঙ্গিত করলেন অশ্বিন?
জার্মানির হার্মান নিউ বার্গার স্পোর্টসসুলেতে অনুশীলন করবেন সিন্ধু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এমওসি তাদের ফান্ডিংয়ে অনুমোদন দিয়েছে। তাদের বিমান ভাড়া, থাকা-খাওয়ার খরচ, স্থানীয় যাতায়াতের যে খরচ, ভিসার খরচ এবং শাটলককের খরচ সমস্ত কিছু বহন করা হবে মন্ত্রকের মিশন অলিম্পিক্স সেলের কোষাগার থেকে,যা টপস প্রোগ্রামের অন্তর্ভুক্ত।’ পাশাপাশি টেবল টেনিসে খেলোয়াড় শ্রীজা আকুলা, তীরন্দাজ তৃষা পুনিয়া, গল্ফার অদিতি অশোক এবং সাঁতারু আরিয়ান নেহেরার বিষয়েও ফান্ডের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এছাড়াও প্যাডলার হরমিত দেশাই, মেয়েদের ৪X৪০০ মিটার রিলে দল, কুস্তিগীর নিশা (৬৮ কেজি) এবং রীতিকাকেও (৭৬ কেজি) এই প্রোগ্রামের আওতায় আনা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।