বাংলা নিউজ > ময়দান > Paris Olympics 2024: ব্যাডমিন্টনে বাজিমাত ভিক্টর অ্যাক্সেলসেনের, ধরে রাখলেন টোকিওয় জেতা সোনার পদক

Paris Olympics 2024: ব্যাডমিন্টনে বাজিমাত ভিক্টর অ্যাক্সেলসেনের, ধরে রাখলেন টোকিওয় জেতা সোনার পদক

ব্যাডমিন্টনে বাজিমাত ভিক্টর অ্যাক্সেলসেনের। ছবি- এএফপি।

Paris Olympics 2024: মেনস সিঙ্গলসের ফাইনালে ভিক্টর হারিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী কুনলাভুট ভিদিটসানকে।

শুভব্রত মুখার্জি:- ব্যাডমিন্টন কোর্টের এই মুহূর্তে নিঃসন্দেহে মহাতারকা তিনি। তিনি ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। সেমিফাইনালে তাঁর কাছেই হারতে হয়েছিল ভারতের লক্ষ্য সেনকে। এবার এই ৩০ বছর বয়সী ড্যানিশ তারকা জিতে নিলেন প্যারিস গেমসের ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গেলসে সোনা।

গতবার টোকিও অলিম্পিক গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এবার সেই সোনা ধরে রেখেছেন তিনি। ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী কুনলাভুট ভিদিটসানকে। সোমবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন চলতি প্যারিস গেমসের দ্বিতীয় বাছাই ভিক্টর অ্যাক্সেলসেন এবং আট নম্বর বাছাই তথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কুনলাভুট ভিদিটসান। প্যারিসের লা চ্যাপেল এরিনাতে এদিন হাড্ডাহাড্ডি লড়াই হল দুই প্রতিপক্ষের।

যদিও এদিন খেলার স্কোর দেখে বোঝার উপায় নেই যে কতটা কঠিন লড়াই হয়েছে দুই প্রতিপক্ষের। ম্যাচে ২১-১১, ২১-১১ ফলে দুই গেমে জিতে ম্যাচটি জিতে নেন ভিক্টর অ্যাক্সেলসেন। ৫২ মিনিটের টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা। এদিন স্টেডিয়ামে প্রচুর ড্যানিশ সমর্থক উপস্থিত ছিলেন। তাদেরকে হতাশ করেননি ভিক্টর অ্যাক্সেলসেন।

আরও পড়ুন:- Paris Olympics Badminton: ব্যাডমিন্টন অভিযান শেষ ভারতের, কেমন খেললেন সিন্ধুরা?

ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্য সেন হেরে যাওয়ার পরেই কোর্টে নামেন ভিক্টররা। এরপর প্রায় এক ঘন্টার লড়াই লড়তে দেখা যায় দুজনকে। পরপর দুটি অলিম্পিক গেমসে সোনা জিতে তিনি স্পর্শ করলেন চিনা কিংবদন্তি লিন ড্যানের নজির। ২০০৮ সালে বেজিং এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে সোনা জিতেছিলেন লিন ড্যান।

আরও পড়ুন:- Paris Olympics India's Day 11 Schedule: হকির সেমিফাইনাল, সোনার ছেলে নীরজ নামছেন মঙ্গলবার, দেখুন ভারতের ১১তম দিনের সূচি

অন্যদিকে ফাইনাল ম্যাচ হারলেও নজির গড়েছেন কুনলাভুট ভিদিটসান। থাইল্যান্ডের এই তারকা ব্যাডমিন্টনে দেশের হয়ে প্রথমবার পদক জয়ের স্বাদ এনে দিয়েছেন দেশবাসীকে। এদিন থাইল্যান্ডের তারকা শুরুটা ভালো করেন। তবে তাঁর ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচে ফিরে আসেন ভিক্টর অ্যাক্সেলসেন। মাত্র ২৪ মিনিটে প্রথম গেম জিতে নেন ড্যানিশ মহাতারকা। শাটেল কক নেটে লেগে উল্টোদিকে পড়ে গেলে গেম জয় নিশ্চিত হয় তাঁর।

আরও পড়ুন:- Paris Olympics Hockey: টোকিওয় যাদের হারিয়ে ব্রোঞ্জ জেতে ভারত, এবার সেমিতে তাদের বিরুদ্ধেই লড়াই, দেখুন হেড-টু-হেড রেকর্ড

দ্বিতীয় গেমে তাঁর উচ্চতার ফায়দা লোটেন ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁর স্ম্যাশ বারবার সমস্যায় ফেলছিল কুনলাভুট ভিদিটসানকে। অন্যদিকে ব্যাডমিন্টন থেকে প্রতিবারের মতন এবারও সবথেকে বেশি সোনা পেয়েছে চিন। মিক্সড এবং মহিলা ডাবলসে সোনা জিতেছে তারা। পুরুষ ডাবলসে সোনা জিতেছে তাইওয়ান। মহিলা সিঙ্গেলসে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার শাটলার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভয়কে জয়, আন্দোলন থেকে সরছি না, অকপট জুনিয়র ডাক্তার, বাংলায় রাজনীতির নয়া দিশা? বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সকলেই! সামনে উঠে এল আসল সত্য জঙ্গলমহল, পাহাড়, ব্যারাকপুরকে 'ঠান্ডা' করেছেন- সেই মনোজ পারবেন কলকাতাকে সামলাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত! কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করে বলল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.